বাংলাহান্ট ডেস্ক : গত ২২ শে এপ্রিল পহেলগাঁওতে (Jammu Kashmir) নিরস্ত্র পর্যটকদের উপরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যে ঘটনা থেকে ভারত পাকিস্তান সংঘর্ষের সূত্রপাত। পরবর্তীতে ওই গণহত্যার দায় স্বীকার করে লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। অবশেষে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল টিআরএফ এর প্রধান জঙ্গি শাহিদ কুট্টে। আরো দুই জঙ্গিকেও এদিন খতম করেছে নিরাপত্তা বাহিনী।
সোপিয়ানে (Jammu Kashmir) গুলির লড়াইয়ে নিহত টিআরএফ জঙ্গি প্রধান
এক্স হ্যান্ডেলে এদিন ভারতীয় সেনার তরফে জানানো হয়, ‘১৩ ই মে রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের সূত্র থেকে খবর মেলে সোপিয়ানে (Jammu Kashmir) জঙ্গিদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ওই সূত্রের উপরে ভিত্তি করেই জঙ্গি দমন অভিযান চালায় ভারতীয় সেনা। অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে টানটান গুলির লড়াই শুরু হয়, যাতে তিন জঙ্গি নিহত হয়’।
দুই জঙ্গির পরিচয় প্রকাশ্যে: এনকাউন্টারে নিহত তিন জনের মধ্যে থুই জঙ্গির পরিচয় প্রকাশ করেছে ভারতীয় সেনা। এদের মধ্যে নিকেশ হয়েছে টিআরএফ এর প্রধান শাহিদ কুট্টে। কে এই শাহিদ কুট্টে? জানা যাচ্ছে, ২০২৩ সালে লস্কর-এ-তৈবায় যোগ দেয় শাহিদ। পরের বছরই অপারেশনে পাঠানো হয় তাকে। ২০২৪ সালের ৮ ই এপ্রিল দানিশ রিসর্টে (Jammu Kashmir) গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল ছিল এই শাহিদ।
আরো পড়ুন : আত্মহত্যা নয়, তবে? দিলীপ জায়া রিঙ্কুর পুত্রের ময়না তদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!
নিহত টিআরএফ জঙ্গি: দানিশ রিসর্টের ঘটনায় ২ জন জার্মান পর্যটক এবং একজন চালক আহত হন। ওই বছরই হিরপোড়ায় বিজেপির গ্রাম প্রধানকেও খুনের ঘটনায় জড়িয়েছিল এই শাহিদ কুট্টে। আবার ২০২৫ সালেও ফেব্রুয়ারি মাসেও বেহিবাগ কুলগামে টেরিটোরিয়াল আর্মির এক সেনাকর্তাকেও হত্যায ঘটনায় ওই জঙ্গি যুক্ত ছিল বলে খবর সূত্রের। জানা গিয়েছে, দ্বিতীয় জঙ্গির নাম আদনান সফি দার। ২০২৪ সালে লস্কর-এ-তৈবায় যোগ দেয় ওই জঙ্গি।
আরো পড়ুন : ‘দাদাগিরি’ বন্ধ হবে আমেরিকার, ট্রাম্পকে উচিত জবাব দিতে পালটা শুল্কাঘাত ভারতের
জানা গিয়েছে, ওই জঙ্গিদের প্রত্যেকের হাতেই একে ৪৭ এর পাশাপাশি প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ তাদের খোঁজে আগে থেকেই পোস্টার ফেলেছিল। জানা গিয়েছে, নিহত শাহিদ কুট্টে টিআরএফ এর প্রধান ছিল, তবে যে জঙ্গিরা নিকেশ হয়েছে তাদের সঙ্গে পহেলগাঁও হামলার কোনো যোগ আছে কিনা তার তদন্ত করা হচ্ছে।