চাবি চুরির অপবাদ, শান্তিনিকেতন প্রায় দু’বছর ধরে সামাজিক বয়কটের শিকার তিন আদিবাসী পরিবার

বাংলা হান্ট ডেস্কঃ রয়েছে পুলিশ প্রশাসন, আইনকানুন, তবু এখনও গ্রাম গ্রামবাংলায় চলে অন্য এক প্রশাসন। সেখানে শেষকথা মোড়লরাই। এবার এমনই এক ছবি উঠে এলো শান্তিনিকেতনের আদিবাসী অধ্যুষিত বালিপাড়া থেকে। ঘটনার সূত্রপাত হয় ২০১৯ সালে। শান্তিনিকেতনের বালিপাড়ার আদিবাসী অধ্যুষিত ওই অঞ্চলে স্কুলের চাবি চুরির অভিযোগ ওঠে তিন আদিবাসী পরিবারের বিরুদ্ধে।

আর এই অপবাদের পরেই কার্যত সারা গ্রামে এক ঘরে হয়ে পড়ে ওই তিন পরিবার। গ্রামের মোড়ল ও মাতব্বররা নিদান দেন সামাজিকভাবে সম্পুর্ন বয়কট করা হবে ওই পরিবারগুলিকে। শুধু তাই নয়, কার্যত ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হয় কোন পরিবার যদি ওদের সাথে কথা বলে তাহলে তাদেরও ১০ হাজার টাকা জরিমানা করা হবে। ফলতো গত প্রায় দু’বছর ধরে গ্রামে থেকেও গ্রাম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ওই পরিবারগুলি।

   

গ্রামের কোন সামাজিক অনুষ্ঠানে ডাক পায়না তারা। পরিবারগুলির দাবি, এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেছিল তারা। জানানো হয়েছিল অভিযোগও। কিন্তু কোন সুরাহা হয়নি। শান্তিনিকেতন থানা থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে ওই পরিবারগুলি।

images 2021 08 07T123850.567

যার ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বীরভূম পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে তারা। অপরাধের শাস্তি দেওয়ার জন্য রয়েছে পুলিশ প্রশাসন আইন-আদালত। বিচার না হওয়া পর্যন্ত প্রকৃত অর্থে অপরাধী নন কেউই। আর তাই ধরনের সামাজিক বয়কট সম্পূর্ণ অনৈতিক। কিন্তু গ্রামের দিকে এখনও অনেকক্ষেত্রেই চলে মোড়লদের নিজেদের শাসন। আর তারই আরেকটি ছবি উঠে এলো শান্তিনিকেতনের বালিপাড়া এলাকা থেকে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর