স্লোগান কাণ্ডে তোলপাড় শাসক ঘনিষ্ঠ ‘ত্রিধারা’য়! পুলিশের জালে ৯ জন, আসল কেসটা কী?

বাংলাহান্ট ডেস্ক : ত্রিধারার দুর্গাপুজো (Durgapuja) মন্ডপে স্লোগান কাণ্ডে ধৃত ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। পুলিশের তরফে আদালতে দাবি করা হয়েছে, ধৃতদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বোঝা গেছে এই ঘটনা পূর্বপরিকল্পিত। ধৃতরা জামিন পেলে অন্য মন্ডপেও এই ঘটনা ঘটাতে পারেন।

খবরের শিরোনামে ত্রিধারা পুজো (Durgapuja) মন্ডপ

পুলিশের দাবি, রবীন্দ্র সরোবর এলাকার বাসিন্দা বিট্টু কুমার ঝার থেকে অভিযোগ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে এই ৯ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন আসানসোলের কুলটির সুজয় মন্ডল, দমদমের উত্তরণ সাহা রায় , ট্যাংরার কুশল কর , নরেন্দ্রপুরের জহর সরকার  ও সাগ্নিক মুখোপাধ্যায় , পূর্ব বর্ধমানের নাদিম হাজারি , হাসনাবাদের ঋতব্রত মল্লিক , খড়দহের চন্দ্রচূড় চৌধুরী এবং রহড়ার দৃপ্তমান ঘোষ ।

Durgapuja

আজ আদালতে সরকারি আইনজীবী পাল্টা সওয়াল করে বলেন, নিজে থেকে এই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এক অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছিল। ত্রিধারা সম্মেলনীর পুজো (Durgapuja) মণ্ডপে বিপুল ভিড় হয়। ওটা কি প্রতিবাদ করার জায়গা? ভিড়ের মধ্যে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?

আরোও পড়ুন : পুজোয় হাড্ডাহাড্ডি টক্কর! সেরার সেরা মুকুট কেড়ে নিল কারা? বাংলা হান্টের “বোধন” তালিকায় বড় চমক

প্রতিবাদের ক্ষেত্রে আপত্তি নেই, কিন্তু আপত্তি আছে প্রতিবাদের স্থান নিয়ে। ধৃতদের মধ্যে কেউ ডাক্তার নন। ত্রিধারার পুজো (Durgapuja) মন্ডপে স্লোগান কাণ্ডে ধৃতদের আজ বিকেলে আদালতে হাজির করানো হয়। আদালত চত্বরেও ভিড় দেখা যায় কিছু আন্দোলনকারীর। আদালত চত্বরে চলে বিক্ষোভ প্রদর্শন। 

pro 3

তৃণমূল (Trinamool Congress) বিধায়ক দেবাশিস কুমারের পুজো বলে পরিচিত ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে বুধবার নিজেদের একটি প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে যান কিছু জুনিয়র চিকিৎসক (Junior Doctors)। সেখানেই ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এখান থেকে পুলিশ গ্রেফতার করে এই ৯ জনকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর