টিভির অভিনেতারা কবে পাবে যোগ‍্য সম্মান? বৈষম‍্য নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণা

বাংলাহান্ট ডেস্ক: সিনেমা, সিরিয়াল (Serial) বা থিয়েটার সবটাই সুবিশাল বিনোদন জগতের অংশ হলেও বড়পর্দা এবং ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে প্রায়ই ভেদাভেদ করা হয়। টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা সিনেমায় সুযোগ পেলে অনেকেই মনে করেন ‘জাতে’ উঠেছে। সিরিয়ালের নায়ক নায়িকাদের দিকে অভিযোগের আঙুল বেশি ওঠে, হাসি ঠাট্টার মাত্রাও বেশি তাদের নিয়ে। এই বৈষম‍্যের বিরুদ্ধেই সরব হলেন তৃণা সাহা (Trina Saha)।

খুব তাড়াতাড়ি তাঁকে বড়পর্দায় দেখা যেতে চলেছে। তবে তৃণার উত্থান ছোটপর্দা থেকেই। ভূয়সী প্রশংসা পাওয়ার পরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠেন তিনি। কিন্তু সম্প্রতি কোনো কারণে মনে ক্ষোভ জমেছে তৃণার। সোশ‍্যাল মিডিয়াতেই রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি।

trina shahrukh
নিজের ফেসবুক প্রোফাইলে অভিনেত্রী লিখেছেন, ‘সিনেমার অভিনেতা/অভিনেত্রী বা টেলিভিশনের অভিনেতা/অভিনেত্রীদের কি কোনো শ্রেণী দিয়ে ভাগ করা যায়? সকলেরই তো কাজ মানুষকে বিনোদন উপহার দেওয়া! সকলে নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত। তবু কেন সবসময় সিনেমার থেকে টেলিভিশনকে ছোট করে দেখানো হয়? সিনেমা বা টেলিভিশনের মধ্যে দ্বন্দ্বের কোনও অবকাশ নেই। তাহলে ‘সার্কাস’ থেকে ‘শাহরুখ’ হতো না।’

এই বার্তা যে সংবাদ মাধ‍্যমের কর্মী বা কর্মীদের উদ্দেশে সেটা বোঝা গিয়েছে তৃণার পরের কথাতেই। তাঁর স্পষ্ট বার্তা, ‘প্রিয় সাংবাদিক মনে রাখবেন – সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে’। সঙ্গে তৃণার প্রশ্ন, টেলিভিশন অভিনেতারা কি কোনোদিন তাদের যোগ‍্য সম্মান পাবেন না?

ব‍্যাপারটা ঠিক কী? আসলে কিছুদিন আগে জনৈক সংবাদমাধ‍্যম কর্মী পরোক্ষে ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের কটাক্ষ করেন। সাম্প্রতিক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, শ্রাবন্তী, মিমিদের পাশে দেখা গিয়েছিল তৃণাকে। ছোটপর্দার প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

নাম না করেই সিরিয়ালের ‘পঞ্চম শ্রেণি’র অভিনেত্রীদের কটাক্ষ করেছিলেন ওই সংবাদ মাধ‍্যম কর্মী। তারপরেই তৃণার এই বিষ্ফোরণ। এক সংবাদ মাধ‍্যমের কাছেও ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। তিনি বলেন, কাউকে নিয়ে তিনি কখনো মন্তব‍্য করেন না। সেখানে দাঁড়িয়ে এ ধরণের মন্তব‍্য দুঃখজনক।


Niranjana Nag

সম্পর্কিত খবর