আরিব্বাস! সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোম‍্যান্স তৃণার, নীল বললেন ‘জীবন শেষ আমার!’

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন তৃণা সাহা (Trina Saha)। টেলিভিশনে অভিনয় করতে করতেই বড়পর্দায় সুযোগ। একসঙ্গে দু দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব। এবার বলিউডেও উড়ে গেলেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) কণ্ঠলগ্না হয়ে গুনগুনের নাচ দেখে তো চোখ কপালে সবার!

বৃহস্পতিবার তৃণার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ পড়তেই অবাক সবাই। তার অবশ‍্য যথেষ্ট কারণ আছে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গুনগুনকে নাচতে দেখলে কেই বা অবাক না হয়ে থাকতে পারে? সারপ্রাইজ দিয়ে তৃণার ভাবটা এমন, লাগল তো ঝটকা?

   

IMG 20220505 180328
লাল পাড় সাদা শাড়ি, গা ভরা গয়না আর খোপায় ফুল গুঁজে বাঙালি সাজে তৃণা। অন‍্যদিকে সিদ্ধার্থ সাদা প‍্যান্ট আর লাল সাদা চেক শার্টে ক‍্যাজুয়াল। ‘ইশক ওয়ালা লভ’এ জমিয়ে নাচছে দুজনে। এক ফাঁকে মাটিতে হাঁটু মুড়ে বসে তৃণার প্রতি ভালবাসাও জাহির করলেন ‘শেরশাহ’ অভিনেতা।

IMG 20220505 180425
কমেন্ট বক্স উপচে পড়ছে কমেন্টে। সোহিনী সরকার, শান, শন বন্দ‍্যোপাধ‍্যায়, দর্শনা বণিকরা তো অবাক। রণজয় বিষ্ণু বলেই ফেললেন, ‘ভাই এটা কী ছিল? দারুন!’ আর তৃণার স্বামী, নীল? স্ত্রীকে সিডের সঙ্গে নাচতে দেখে তাঁর কী প্রতিক্রিয়া?

https://www.instagram.com/reel/CdKojiQBEjN/?igshid=YmMyMTA2M2Y=

পর্দার অভিমন‍্যু কাঁদো কাঁদো ভাব করে লিখেছেন, ‘ব‍্যস, জীবন শেষ আমার! ভালো থেকো সিডের সাথে। তোমার সুখী জীবন কামনা করি। বিদায়, সুস্থ থেকো।’ এরপরেই ফুট কেটে লিখেছেন, ‘এবার আমার বান্ধবী ক‍্যাটরিনা কাইফকে ডাকা যাক!’ সঙ্গে সঙ্গে তৃণার বক্তব‍্য, ‘নানা, আমার কাছে তুমিই আমার সবকিছু।’

IMG 20220505 180547
তা হঠাৎ সিদ্ধার্থের সঙ্গে তৃণা কী করছেন? ব‍্যাপারটা একটু খোলসা করা যাক। আসলে ‘জোশ’ অ্যাপের একটি প্রচার মূলক ভিডিওতে সিদ্ধার্থের সঙ্গে রয়েছেন তৃণাও। সেই ভিডিওর শুটিংয়েই মুম্বই গিয়েছেন তিনি। আর সামনে সিদ্ধার্থকে দেখেই সুযোগের সদ্বব‍্যবহারও করে নিয়েছেন। তৃণা সিডের রিল ভিডিও এখন ভাইরাল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর