ভূরিভোজে ছেলের বৌ বাদ যাবে কেন? শাশুড়ির কাছে বৌমাষষ্ঠী আদায় করলেন ‘গুনগুন’ তৃণা

বাংলাহান্ট ডেস্ক: জামাইষষ্ঠী (Jamaishoshthi), বছরের অন‍্যান‍্য দিনে আদর যত্ন পেলেও এই দিনটার জন‍্যই অপেক্ষা করে থাকে জামাইরা। জামাই বাবাজীবনের যত্নআত্তির পরিমাণটা এদিন একটু বেশি হয় কিনা। ধুতি পাঞ্জাবিতে সেজে, মিষ্টির হাঁড়ি সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হয়ে যান জামাইরা। তারকাদের বাড়িতেও এদিন একই দৃশ‍্য দেখা গিয়েছে। শুধু নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ও তৃণা সাহার (Trina Saha) বাড়ির দৃশ‍্যটা ছিল একটু অন‍্য রকম।

স্বামী নীল ভট্টাচার্য্য তো এদিন জামাইষষ্ঠীর ভোজ খেয়েছেনই, বাদ যাননি স্ত্রী তৃণাও। শাশুড়ি মায়ের কাছে তিনিও পেয়েছেন বৌমাষষ্ঠী (Boumashoshthi)। সমাজের দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম সম্প্রতি ভেঙে ফেলার প্রবণতা দেখা যাচ্ছে অনেকের মধ‍্যে। ভাইফোঁটার পাশাপাশি এসেছে বোনফোঁটা, মামাভাতের বদলে এসেছে মাসিভাত। তারকারাই এগিয়ে এসেছেন সমাজ বদলাতে।

IMG 20220606 164746
বৌমাষষ্ঠীর কনসেপ্টটাও এসেছে আগেই। সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ‍্যোগ নিলেন তৃণা। শুধু জামাই কেন আদর পাবে? বৌমা কি ফেলনা নাকি? তাই শাশুড়ির কাছে বৌমাষষ্ঠীর ভোজ খেয়েছেন তৃণাও। নীল তৃণাকে পাশাপাশি বসিয়ে খাইয়েছেন দুই মা। সামনে কাঁসার থালাম সাজানো ছিল লুচি, ভাত, পোলাও, মাছ, মাংসের হরেক রকম পদ।

শাশুড়ি মায়ের হাতে খাবার খেয়ে মুখে আর হাসি ধরছে না তৃণার। ছবির ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘এবার বৌমা ষষ্ঠীর সময়। শুধু ছেলেরাই সব খাতির কেন?’ কমেন্ট বক্সে অনেকেই তৃণার সঙ্গে সহমত হয়েছেন। নীল তৃণার জুটি বাস্তবের সবথেকে মিষ্টি জুটি, এমনটাও লিখেছেন অনেকে।

https://www.instagram.com/p/CebZaGgBiTB/?igshid=YmMyMTA2M2Y=

এই নিয়ে দ্বিতীয় বার জামাইষষ্ঠী খেলেন নীল। গত বছর ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন ‘তৃনীল’ জুটি। এক বছর হয়ে গিয়েছে দুজনের বিয়ের। এখনো পর্যন্ত পর্দায় একসঙ্গে দেখা যায়নি বটে তাঁদের তবে একসঙ্গে প্রায়ই রিল ভিডিও বানান দুজনে। তৃণা এখন অভিনয় করছেন ‘খড়কুটো’ সিরিয়ালে। অন‍্যদিকে নীল রয়েছেন ‘উমা’র মুখ‍্য চরিত্রে।


Niranjana Nag

সম্পর্কিত খবর