আলাপ করিয়ে দেন ‘দিদি’, তৃণার হাতে চুম্বন শাহরুখের! এখনো ঘোরে গুনগুন

বাংলাহান্ট ডেস্ক: ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গিয়েছে বৃহস্পতিবার। কিন্তু এখনো ঘোর কাটছেই না অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha)। আর তার জন্য দায়ী শাহরুখ খান (Shahrukh Khan)। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম সাক্ষাতেই তৃণার হাতে চুম্বন করেছেন কিং খান। স্বপ্নের মুহূর্তটা এখনো চোখে ভাসছে ‘গুনগুন’ এর।

কিং খান, তাঁর টোল পরা মিষ্টি হাসি, আচার ব্যবহারের ভক্ত অগুন্তি মানুষ। এসআরকের সেই সমস্ত অনুরাগীদের মধ্যে তৃণাও একজন। ছোট থেকে স্বপ্ন দেখে এসেছেন শাহরুখের সঙ্গে একবার দেখা করার। সেই স্বপ্ন সত্যি হল KIFF এর মঞ্চে। গোলাপি শাড়ি সাদা ব্লাউজে সেজেছিলেন তৃণা। বসেছিলেন কিং খানের ঠিক পেছনেই।

Trina 1
সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ছোটপর্দার তারকাদের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন তিনি। ওই মূল মঞ্চে বসার কথাই ছিল না তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে বসান মঞ্চে। শুধু তাই নয়, ‘ভাই’ শাহরুখের সঙ্গে আলাপও করিয়ে দেন তৃণার। মিষ্টি হেসে অভিনেত্রীর হাতে চুম্বন করেন কিং খান। তৃণার কথায়, ‘আমি যেন ওখানেই শেষ!’

https://www.instagram.com/p/CmMXqM_vjdC/?igshid=YmMyMTA2M2Y=

শাহরুখের সঙ্গে একাধিক ছবিও শেয়ার করেছেন তৃণা। তার মধ্যে কিছু ছবিতে দেখা যাচ্ছে, রানি মুখার্জির সঙ্গে কথা বলছেন তিনি। পাশের চেয়ারে তাঁর হাত ধরে বসে একদৃষ্টে তাকিয়ে শাহরুখ। কিং খানের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন তৃণা। লিখেছেন, পাঠানের সঙ্গে নিজের ‘ফ্যান গার্ল মোমেন্ট’ পেয়ে গিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CmMNWcqh_TZ/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, তৃণাকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল ‘খড়কুটো’ সিরিয়ালে। তারপর ‘ডান্স ডান্স জুনিয়র’ এর মঞ্চে মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। আগামীতে লীনা গঙ্গোপাধ্যায়ের আরো একটি সিরিয়ালে কামব্যাক করবেন তৃণা। তবে সে ব্যাপারে খুব বেশি কিছু জানা যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর