ওনার চরিত্র নিয়ে অযথা টানাটানি কেন! দুঃসময়ে অর্পিতার পাশে দাঁড়ালেন অভিনেত্রী তৃনা সাহা

বাংলাহান্ট ডেস্ক : “শোভন-বৈশাখীর” পর বঙ্গ রাজনীতিতে নতুন জুটি “পার্থ-অর্পিতা”। খবরের কাগজ থেকে সোশ্যাল মিডিয়ার মিম এখন সর্বত্র ছয়লাপ “পার্থ – অর্পিতার” সম্পর্ক। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ একুশ কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার সোনার গয়না, আরো বহু মূল্যবান সামগ্রী। এই ঘটনায় দুজনকেই গ্রেফতার করেছে ইডি। এবার পার্থ চট্টোপাধ্যায় সাথে তৃণমূলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী তৃনা সাহা। তৃণা বলেছেন, “দুই একজন খারাপ মানুষের জন্য গোটা দল খারাপ হতে পারে না। কিছু খারাপ ছাত্রের জন্য গোটা স্কুল কে কি খারাপ বলা যায়? আমার বিশ্বাস দিদি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না আর ভবিষ্যতেও দেবেন না।”

তাহলে রাজনীতি আর টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কি একে অপরের পরিপূরক হয়ে চলেছে? নাকি পুরোটাই একে অপরের স্বার্থ পূরণের চাহিদা? এ বিষয়ে তৃণা সাহার মন্তব্য, “এরকমটা আমি মনে করি না। একজন মানুষ নিজেকে কোন পথে চালিত করবেন সেটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেলিব্রিটিদের দিকে আঙুল তোলা সহজ কারণ তাদের সবাই চেনেন।”

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দীর্ঘদিন কাজ করেছেন ওড়িয়া ও টলিউডের ছবিতে। তার সাথে পরিচয় এর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তৃণা বলেন, “আমি ওকে চিনি না। হয়তো উনি খুবই ভালো অভিনয় করেন। কিন্তু আমি বেশিদিন হয়নি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি অনেককেই এখনো চিনি না”।

রাজ্য – রাজনীতি বর্তমানে সরগরম এসএসসি দুর্নীতি নিয়ে। তার সাথে উপরি পাওনা হিসেবে যোগ হয়েছে “পার্থ – অর্পিতা” সম্পর্ক। এই বিষয়ে বলতে গিয়ে তৃণা জানান, “কেউ যদি কোন অন্যায় করে থাকে তাহলে সেই বিষয়ে আলোচনা হোক। সেক্ষেত্রে কোন মহিলার ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলাটা আমার কাছে অনৈতিক মনে হয়।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর