বিয়ের সানাই বাজতে আর মাত্র কয়েকদিন, জমিয়ে আইবুড়ো ভাত পর্ব শুরু তৃণা সাহার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আইবুড়ো ভাত (aiburovat) পর্ব শুরু করে দিলেন অভিনেত্রী তৃণা সাহা (trina saha)। সামনের বছরের শুরুতেই বিয়ের (wedding) পিঁড়িতে বসতে চলেছেন তৃণা। পাত্র দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্য্য (neel bhattacharya)। হাতে আর বেশি সময় নেই একেবারেই। কিছুদিন আগেই বান্ধবীদের নিয়ে ব‍্যাচেলরেট পার্টি সেরেছেন অভিনেত্রী। তাই এবার পাত পেড়ে বসে গিয়েছেন আইবুড়ো ভাতের থালায়।

এদিন তৃণার আইবুড়ো ভাতের মেনুতে ছিল ভাত, ছয় রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা কালিয়া, পনির, চাটনি, পায়েস, মিষ্টি। নীল শাড়ি ও গোলাপি ব্লাউজে সেজে আইবুড়ো ভাত খেতে বসেন তৃণা। এই ছবিগুলিও নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।


এর আগে নিজের গার্লস গ‍্যাংয়ের সঙ্গে ব‍্যাচেলরেট পার্টিতে চুটিয়ে নাচতে দেখা গিয়েছিল তৃণাকে। পুরোটাই সিনেমার নাচের দৃশ‍্যের মতোই প্ল‍্যান করেছিলেন অভিনেত্রী। জনপ্রিয় হিন্দি গানের সুরে নাচতে দেখা গিয়েছিল তাঁদের। তবে সবার মধ‍্যমণি অবশ‍্যই তৃণা নিজে। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয় সেই ভিডিও।

https://www.instagram.com/p/CJTHfELhWyN/?igshid=179p83k2pqnxg

প্রসঙ্গত, আগামী ৯ জানুয়ারি সঙ্গীত অনুষ্ঠান নীল ও তৃণার। সেই অনুষ্ঠানে নাচার জন‍্য জোর কদমে প্র‍্যাকটিস শুরু করে দিয়েছেন দুজনেই। জানা গিয়েছে, বলিউডি কায়দাতেই রুফটপ লাউঞ্জে হবে সঙ্গীত। তৃণার সিরিয়াল খড়কুটো ও নীলের সিরিয়াল কৃষ্ণকলি দুই টিমই পারফর্ম করবে সেদিন। এইদিনই হচ্ছে নীল তৃণার এনগেজমেন্টও। এমনটাই জানিয়েছেন তৃণা সাহা।

https://www.instagram.com/p/CJF7BF6h0W2/?igshid=126fj0e243rc8

তবে বিয়েটা একেবারেই বাঙালি কায়দাতেই হতে চলেছে। ৩রা ফেব্রুয়ারি দুজনের আইবুড়োভাত পর্ব‌ সেই সঙ্গে তৃণার মেহেন্দি অনুষ্ঠান। এইদিন অরিত্র বন্দ‍্যোপাধ‍্যায়ের পারফরম‍্যান্সও থাকবে বলে জানা গিয়েছে। মেহেন্দি ও সঙ্গীতে ইন্দো ওয়েস্টার্ন সাজে সাজতে চলেছেন তৃণা।

X