অভিনয় নয়, জুয়া খেলে টাকা কামাতে চান তৃণা! ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: সবে মাত্র দু মাস হল বিয়ে (wedding) হয়েছে নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহার (trina saha)। শ্বশুরবাড়িতে গিয়ে সকলকে বেশ আপন করে নিয়েছেন তৃণা। বিয়ের পরদিই শ্বশুরবাড়ির সকলের জন‍্য চা বানিয়ে মন জিতে নিয়েছেন তিনি। স্বামীর সঙ্গে মিলে শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকীও পালন করেছেন। তবে তৃণা তো তৃণাই। একটু হই হুল্লোড়, নাচ (dance) গান না করলে কি আর জমে!

বিয়ের পরপরই নিজের চেনা মেজাজে ফিরে গিয়েছেন তৃণা। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে নেহা কক্কর ও হানি সিং এর গান ‘সাইয়া জি’র সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। জিন্স ও টিশার্ট পরে উত্তাল নাচতে দেখা গিয়েছে তৃণাকে। বেশ ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

IMG 20210421 183659
কিছুদিন আগেই মিনি হানিমুন কাটিয়ে আবার কলকাতা ফিরে এসেছেন নীল তৃণা। টাইট শিডিউলের জন‍্য কোথাও ঘু্রতে যেতে পারছিলেন না তাঁরা। শেষমেষ কয়েক দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েন নীল তৃণা। তবে দূরে কোথাও নয়। দেশের মধ‍্যেই দার্জিলিংয়ে হানিমুনে গিয়েছিলেন দুজন।

https://www.instagram.com/p/CNt0g-zBneL/?igshid=166t4jgablxh7

তবে হানিমুন না বলে ছোটখাট ছুটি বললেই বরং ঠিক হবে। কারণ এই ট্রিপে নীল তৃণার সঙ্গী হয়েছিলেন তাঁর বন্ধু বান্ধবীরা। কলকাতার তপ্ত আবহাওয়া থেকে বেরিয়ে কিছুদিন পাহাড়ের মনোরম পরিবেশে চুটিয়ে উপভোগ করতে চলে গিয়েছেন নীল তৃণা।

দার্জিলিংয়ের মনোরম পরিবেশে একে অপরের মধ‍্যে যেন হারিয়ে গিয়েছেন নব দম্পতি। তৃণাকে দেখে চোখ ফেরাতে পারছেন না নিখিল। এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন স্ত্রীর মুখের দিকে। এই মিষ্টি মুহূর্তটা ক‍্যামেরাবন্দি হয়ে গিয়েছে। পাহাড়ে গিয়ে নিজের মধ‍্যেকার গুনগুনকে খুঁজে পেয়েছেন তৃণা।

https://www.instagram.com/p/CN4CFBbh2va/?igshid=bwih8eeowbf4

এর আগে পাহাড়ি নদীতে ‘রিভার র‍্যাফটিং’ করতেও দেখা গিয়েছিল গোটা টিমকে। এমনকি বরফ ঠান্ডা জলের মধ‍্যে ঝাঁপও দিয়েছেন নীল। সব ভিডিও ছবিই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

দীর্ঘ ১১ বছরের প্রেমের পর চার হাত এক হয়েছে নীল তৃণার। হেভিওয়েট এই বিয়ে নিয়ে উত্তেজনার অন্ত ছিল না অনুরাগীদের মধ‍্যে। ব‍্যাচেলর পার্টি থেকে শুরু করে এনগেজমেন্ট, মেহেন্দি সঙ্গীত, তারপর বিয়ে সবের মধ‍্যেই ছিল চমক।

Niranjana Nag

সম্পর্কিত খবর