বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi) তার নির্বাচনী সভা থেকে খাদ্যসুরক্ষা নিয়ে বড়সড় ঘোষণা করেন। আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন (Free Ration) সরবরাহের ঘোষণা করেন। সাধারণ মানুষের সুবিধা হলেও এতে গাত্রজ্বালা শুরু হয়েছে রাজ্যের শাসকদলের, অন্তত তাদের পদক্ষেপ তো তাই জানাচ্ছে।
সদ্যই প্রধানমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রচন্ড ক্ষুব্ধ নির্বাচনী সভায় এই ঘোষণা করার ফলে। তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখেল বিষয়টি নিজের ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডেলে তুলে ধরেন।
সাকেতের কথানুযায়ী, বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচিকে সম্প্রসারিত করার বিষয়টি পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত। অন্য সময় এই নিয়ে ঘোষণা করা যেত। কিন্তু ছত্তিশগড়ের নির্বাচনী সভাকে এই ঘোষণার জন্য বেছে নেওয়ার ফলেই তৃণমূল নির্বাচন কমিশন অবধি দৌড় লাগায়।
সাকেত লেখেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্বাচনী পর্বের সময় রাষ্ট্রের মেশিনারিকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করা একদমই অনুচিৎ। তাই তারা নালিশ করেন নির্বাচন কমিশনের কাছে। শুধু তাই না। এই ঘোষণার যে আগামী ৫ রাজ্যের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে সেই নিয়েও বয়ানবাজি করেন তৃণমূলের রাজ্যসভার সদস্য।
ভোট প্রচারে গিয়ে এই ধরনের ঘোষণা নির্বাচনী বিধিভঙ্গের নালিশ জানায় তৃণমূল। নরেন্দ্র মোদী তার সভায় বলেন, ক্ষিধে কতটা কষ্টকর সেটা প্রতিটি অভাব থেকে উঠে আসা মানুষই কেবল বুঝতে পারেন। এক মাস পর, অর্থাৎ ডিসেম্বরে এই প্রকল্প শেষ হবে তারপর এই প্রকল্প আরো ৫ বছরের মেয়াদ বৃদ্ধি করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, তৃণমূলের অভিযোগের বিরুদ্ধে টিটকিরি দিয়ে বিজেপি নেতাদের বক্তব্য, চালচোররা চুরি করতে পারবে না বলে ওরা এসব এখন বলছে।