৫২/২৪ ফুটের মঞ্চ, সিঁড়ির পরিবর্তে এবার থাকবে র‍্যাম্প! একুশে জুলাইয়ের সমাবেশে একগুচ্ছ চমক

বাংলা হান্ট ডেস্কঃ একুশে জুলাই আসন্ন। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। এই মুহূর্তে জোরকদমে চলছে প্রস্তুতি। আগামী শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করবেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা, কর্মী, সমর্থকরা। এবারের সমাবেশে রেকর্ড ভিড় হবে সেই অনুযায়ী জোড়াফুল শিবিরের তরফ থেকে প্রস্তুতি করা হচ্ছে বলে খবর।

তৃণমূলের (Trinamool Congress) একুশে জুলাইয়ের সমাবেশে একগুচ্ছ চমক

জানা যাচ্ছে, এবারের সমাবেশে (21st July) তিনটি মঞ্চ থাকবে। এর মধ্যে মূল মঞ্চের আয়তন ৫২/২৪ ফুট হতে চলেছে বলে জানা যাচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তরের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং আমন্ত্রিতরা বসবেন। সেই সঙ্গেই ৪৮/২৪ ফুটের আরও একটি মঞ্চ থাকবে। সেখানে কাউন্সিলররা থাকবেন।

এই দুই মঞ্চের সঙ্গেই আরও একটি মঞ্চ তৈরি করা হবে। ৪০/২৪ ফুট আয়তনের সেই মঞ্চ শহিদ পরিবারের জন্য হবে বলে খবর। সেই সঙ্গেই সংবাদমাধ্যমের জন্য আলাদা মঞ্চ থাকতে পারে বলে জানা যাচ্ছে। চমকের শেষ এখানেই নয়! এবারের একুশে জুলাইয়ের মঞ্চে সিঁড়ি থাকবে না। করা হতে পারে র‍্যাম্পের আয়োজন। যার উচ্চতা হতে পারে ১০, ১১, ১২ ফুট মতো।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কাছে মহিলাদের অভিযোগ! ‘কে সেই মহিলা’, প্রশ্ন রাজ্যপালের, পাল্টা দিলেন সায়ন্তিকা 

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে রাজ্য জুড়ে সবুজ ঝড় উঠেছিল। এরপর এই প্রথমবার এত বড় মাপের সমাবেশ আয়োজন করছে তৃণমূল (Trinamool Congress)। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাবেশে রেকর্ড জমায়েতের ডাক দিয়েছেন। তাই অনুমান করা হচ্ছে, এবারের শহিদ দিবসের সমাবেশে রাজ্যের নানান প্রান্ত থেকে বহু কর্মী, সমর্থকরা ছুটে আসবেন। উত্তরের জেলাগুলি থেকে যাতে এবার বেশি কর্মী-সমর্থক আসেন, সেই লক্ষ্য রয়েছে।

Trinamool Congress Mamata Banerjee

তৃণমূলের (Trinamool Congress) অন্দরেও একুশে জুলাই নিয়ে জোরকদমে প্রস্তুতি চলছে। এবারও ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ তৈরি হবে। সম্প্রতি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ একাধিক নেতা মঞ্চ তৈরির কাজ সহ একাধিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন। সেই সঙ্গেই ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৬ বিধানসভা নির্বাচন নিয়েও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বার্তা দিতে পারে বলে মনে করা হচ্ছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর