বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে খুনের হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ। ক্যানিংয়ে তৃণমূলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। মামলাকারীর আইনজীবীর দাবি, শাসকদল ওই জমিতে গায়ের জোরে পার্টি অফিস করছে। খুনের হুমকি পর্যন্ত দিচ্ছে বাধা দিতে গেলে। এরপরই কড়া নির্দেশ দিলেন বিচারপতি।
জমি দখল নিয়ে হাইকোর্টে মামলা-Calcutta High Court
মামলাকারী আইনজীবীর দাবি, দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকায় জমি দখল করে পার্টি অফিস তৈরি করছে তৃণমূল নেতৃত্ব। হুমকি, ধমকির জেরে আপাতত ঘর ছাড়তে হয়েছে তাদের। তৃণমূলের নেতাদের দাপটে বাড়িতে ফিরতে না পেরে বাধ্য হয়ে ক্যানিং ছেড়ে বাসন্তীতে পরিবার নিয়ে থাকছেন।
বৃহস্পতিবার এই নিয়ে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়েরের অনুমতি মিলেছে। প্রসঙ্গত, এই প্রথম নয় বিগত কিছু সময়ে তৃণমূলের বিরুদ্ধে জমি দখল করে নির্মাণের অভিযোগ উঠেছে বারে বারে।
আরও পড়ুন: হালকা গরমের মাঝেই আজ ঝেঁপে বৃষ্টি চার জেলায়, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা: আবহাওয়ার খবর
গত বছর হিডকোর জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস হয়েছে, এমন অভিযোগে মামলা হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। আবার জাতীয় সড়কের জন্য নেওয়া জমি দখল করে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগও সামনে আসে। দখল করা জমিতে তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে বলে অভিযোগ সামনে আসে। সেই অভিযোগ সংক্রান্ত মামলা উঠেছিল হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা সেই সময় ডেডলাইন বেঁধে সব দখলদারি সরানোর নির্দেশ দিয়েছিলেন।