বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে দক্ষিণ কলকাতাজুড়ে পোস্টার পড়েছিল গতকাল। হলুদ পতাকা ঘিরে গতকাল দিনভর হয়েছে ব্যাপক জল্পনা। উজ্জল হলুদ রঙের ওই পতাকার কালো কালি দিয়ে লেখা ছিল, ‘অধিনায়ক অভিষেক।’ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ছয়লাপ হয়ে গিয়েছিল এই হলুদ পতাকা। নীচে হ্যাশ টাগ দিয়ে লেখা তৃণমূল সমর্থিত একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম। তারপরেই শুক্রবার রাতেই গোটা এলাকা ছেয়ে যায় আরও একটি নতুন পোস্টারে। আর এবার সেই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাম। বড় বড় বাংলা হরফে লেখা ‘সর্বাধিনায়িকা মমতা।’
মমতার নামে নতুন পোস্টার ঘিরে জল্পনা তৃণমূলে (Trinamool Congress)
জানা যাচ্ছে, শুক্রবার রাত দশটার পর থেকে যাদবপুরের এইটবি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই পোস্টার লাগানো শুরু হয়। ঠিক যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়েছে তার পাশেই লাগানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর এই পোস্টার। দলের (Trinamool Congress) সেকেন্ড ইন কম্যান্ডের পোস্টারের পর বিতর্ক তৈরি হতেই কি তবে মমতার নামেও এই পোস্টার গুলি লাগানো হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই ‘সর্বাধিনায়িকা মমতা’ পোস্টার ঘিরে উঠে এসেছে এমনই বেশ কিছু প্রশ্ন।
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও এই বিষয়টাতে কোন বিতর্কের কারণ দেখছে না তৃণমূল (Trinamool Congress)। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে লন্ডন গিয়েছেন। আগামী সাতদিন তিনি বিদেশ সফরে থাকাকালীন যৌথভাবে তাঁর সমস্ত দায় দায়িত্ব সামলাবেন সুব্রত বক্সী এবং যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সময়ের মধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আগামীকাল অর্থাৎ ২৩ মার্চ একটি বৈঠকে বসতে চলেছে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সৈনিকরা। তার ঠিক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ওই পোস্টার পড়ায় ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: অফলাইন বন্ধ! চালু হচ্ছে নতুন নিয়ম, বাতিল হবে পুরনো আবেদন
অভিষেকের নামে হলুদ পতাকা দেখে ব্যাপক জল্পনা তৈরী হলে এপ্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেছিলেন,’সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সমর্থক গ্রুপগুলির মধ্যে অন্যতম ফ্যাম। ওদেরই সংগঠনেরই একটি শাখা অধিনায়ক অভিষেক। তাই এই পতাকা।’
অন্যদিকে বিষয়টাকে সহজভাবে নিতে নারাজ বিরোধী শিবির। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় তৃণমূলের এই পোস্টার বিতর্ক প্রসঙ্গে বলেছেন, ‘এভাবে দলের অন্তর্দ্বন্দ্ব আরও সামনে আসছে। প্রশ্ন উঠছে তৃণমূল তুমি কার? অধিনায়কের নাকি সর্বাধিনায়িকার? আর এসবের মাঝে ধাক্কা খাচ্ছে রাজ্যের উন্নয়ন।’ এছাড়া বিদ্রুপের সুরে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, ‘যার টাকা আছে, সে পোস্টার দিচ্ছে। আসল কাজ না করে পোস্টারের রাজনীতি শুরু হয়েছে। পোস্টার না লাগিয়ে যাদবপুরে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনুক।’