রাতের অন্ধকারে তৃণমূলি হামলা! অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মীকে মাথা থেঁতলে খুনের চেষ্টা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের (Assembly Elections 2026) আগে এখনও বছরখানেক বাকি। তার আগেই সরগরম বাংলা। শাসক, বিরোধীর মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এই আবহে রাতের অন্ধকারে এক বিজেপি (BJP) কর্মীর ওপর ‘তৃণমূলি হামলা’র (Trinamool Congress) অভিযোগ উঠল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই পদ্ম কর্মী।

বুধবার রাতে আক্রান্ত হন ওই বিজেপি (BJP) কর্মী!

আক্রান্ত পদ্ম কর্মীর নাম রাজু দে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর ওপর আক্রমণ চালান একাধিক দুষ্কৃতী। হালিশহরের ২৪ নং ওয়ার্ডে কয়েকজন দুষ্কৃতী তাঁকে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ। সেই সঙ্গেই ইট দিয়ে রাজুর মাথায় আঘাত করা হয়।

এই আঘাতের জেরে রাজুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারী দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর আহত বিজেপি (BJP) কর্মীকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার খবর পাওয়া মাত্রই উপস্থিত হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ একশো দিনের কাজ নিয়ে বড় খবর! এবার ‘ডেডলাইন’ বেঁধে বিরাট নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

এরপর গতকাল রাতেই রাজুকে কল্যাণী এইমসে (Kalyani AIIMS) ট্রান্সফার করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই বিজেপি কর্মী বর্তমানে স্থিতিশীল রয়েছেন। ইতিমধ্যেই গতকাল রাতের হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজু।

আহত বিজেপি কর্মী বলেন, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। কার্তিক মহারাজ তাঁর বাড়ি এসেছিলেন ও রামনবমীতে তিনি মিছিল করেছিলেন বলে এই হামলা, দাবি করেন রাজু। স্থানীয় বিজেপি নেতৃত্বের গলাতেও শোনা গিয়েছে একই সুর। তাদের দাবি, আহত রাজু ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও তিনি হালিশহরে রামনবমীর মিছিলে নেতৃত্ব দেন। সেই কারণেই তাঁর ওপর হামলা করা হয়েছে।

BJP

তৃণমূল অবশ্য এই অভিযোগ মানতে চায়নি। শাসকদলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। বরং পদ্ম শিবিরের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তারা।

উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। বাংলার মসনদ দখল করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি প্রত্যেকে। এই আবহে বিজেপি (BJP) কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও সেই অভিযোগ খারিজ করে দিয়েছে রাজ্যের শাসকদল।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X