শিরোনামে বীরভূম! অনুব্রতর নাম নিতেই কাজল অনুগামী যা করলেন… জোর শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জামিন পেয়ে ফেরার পর থেকেই শিরোনামে রয়েছে বীরভূম। একাধিকবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে কেষ্ট এবং কাজল শেখের (Kajal Sheikh) ‘সমীকরণ’। এই আবহে গত বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে অনুব্রতকে গুরু দায়িত্ব সঁপেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেষ্টকে বলেন, সবাইকে নিয়ে চলতে হবে। তবে এরপরেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি! স্থানীয় সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

অনুব্রতর (Anubrata Mondal) নাম নিতেই বক্তৃতা থামালেন কাজল অনুগামী!

শুক্রবার পুরন্দরপুরে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখছিলেন অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত পুরন্দরপুর অঞ্চলের সভাপতি বলরাম বাগদি। তাঁর মুখে কেষ্টর গুণগান শুরু হতেই বক্তৃতা মাঝপথে থামিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার নেতাজি ইনডোরের সভা থেকে পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার জন্য কমিটি বানিয়ে দিলেও বীরভূমের জন্য কোনও কমিটি তৈরি করে দেননি মমতা। তৃণমূল (Trinamool Congress) নেত্রী বলেন, বীরভূমে কোর কমিটি রয়েছে। সেই কারণে তাদের রাখা হয়নি। ওরা নিজেদের মতো করে করবে। এরপরেই অনুব্রতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও নিতে হবে। আশিসদা এবং শতাব্দীকেও ডেকে নেবে’।

আরও পড়ুনঃ মমতার বার্তা বৃথা! ‘কাটমানির ভাগ না দেওয়ায়’ তৃণমূলেরই বুথ সভাপতিকে গুলি তৃণমূলের!

ওই প্রসঙ্গ টেনেই শুক্রবারের সভায় অনুব্রতর (Anubrata Mondal) গুণগান শুরু করেছিলেন বলরাম। তৎক্ষণাৎ তাঁকে ইশারা করে থামতে বলেন তৃণমূলের পুরন্দরপুরের ব্লক সভাপতি নুরুল ইসলাম। তাতেও কোনও কাজ না হওয়ায় সরাসরি মুখে নির্দেশ দেন। এরপরেই এই নিয়েই ক্ষোভ উগড়ে দেন পুরন্দরপুর অঞ্চলের সভাপতি।

অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত বলরাম বলেন, ‘দলনেত্রী সবাইকে নিয়ে চলার কথা বলছে। অথচ কাজল শেখ এবং তাঁর অনুগামীরা নিজেদের ঢাক পেটাতেই ব্যস্ত। এই জিনিস চলতে পারে না। আমি কেষ্টদার নাম নিয়েছি বলে ওদের গায়ে জ্বালা ধরেছে’।

Anubrata Mondal Kajal Sheikh

পাল্টা ব্লক সভাপতি বলেন, ‘দিদি অনুব্রতকে স্মরণ করিয়ে দিয়েছেন সবাইকে নিয়ে চলতে হবে। অঞ্চল সভাপতি ভুল ব্যাখ্যা দিচ্ছিলেন। এর ফলে দলের কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। সেই কারণে থামতে বলেছি’।

এদিকে সূত্র মারফৎ জানা যাচ্ছে, কেবলমাত্র পুরন্দরপুর নয়, গোটা জেলা জুড়েই অনুব্রত (Anubrata Mondal) বনাম কাজল অনুগামীদের মধ্যে কোন্দলের ছবি দেখা যাচ্ছে। এই বিষয়ে দলের এক জেলা নেতা বলেন, ‘দিদি সব জানেন। হয়তো নজরে রাখছেন। বাড়াবাড়ি করলে নিশ্চয়ই পদক্ষেপ নেবেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর