‘নিরপেক্ষভাবে কাজ করুন, নাহলে পুলিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব’! এক কথায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। সম্প্রতি কলকাতার সিপির পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে নেমেছিল জুনিয়র ডাক্তাররা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পুলিশকর্মীদের বড় ‘হুঁশিয়ারি’ দিলেন তৃণমূল নেতা। শনিবার ভরতপুর ২ নং ব্লকে তৃণমূলের (Trinamool Congress) যোগদান সভা থেকে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীর।

  • কী বললেন তৃণমূল নেতা (Trinamool Congress)?

গতকালের সভায় ভরতপুর গ্রাম পঞ্চায়েতের ৯ জন সদস্য জোড়াফুল শিবির যোগ দেন। সেই সভা থেকেই পুলিশ, প্রশাসন নিয়ে বেশ কিছু কথা বলেন হুমায়ুন (Humayun Kabir)। পুলিশকর্মীদের উদ্দেশে তাঁর বক্তব্য, আমার মটকা যদি গরম হয়ে যায়, তাহলে থানায় ১০০০ লোক বসাব। একইসঙ্গে নিম গাছে বেঁধে রাখার ‘হুঁশিয়ারি’ও দেন তিনি।

   
  • বিস্ফোরক হুমায়ুন!

হুমায়ুনের কথায়, ‘পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে আপনারা প্রশাসন চালান। কোনও দল না দেখে আপনারা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নাহলে আমার মটকা যদি গরম হয়ে যায়, তাহলে থানায় ১০০০ লোককে বসতে বলব। যে পুলিশকর্মী ঠিকভাবে কাজ করবেন না, তাঁকে নিম গাছে বেঁধে আমায় খবর দিতে বলব। আমি এসে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওই পুলিশকর্মীকে বেঁধে রাখার কারণ জানাব’।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে বিরাট মোড়! খুনের রাতে হাসপাতালে উদ্দাম পার্টি! কারা কারা ছিলেন সেখানে?

একইসঙ্গে হুমায়ুন জানান, তিনি হুমকি কিংবা হুঁশিয়ারি দিচ্ছেন না। বরং এটাকে তাঁর অনুরোধ বলে দাবি করেন তৃণমূল (TMC) বিধায়ক। তিনি বলেন, ‘সুশাসন দিন। কেউ কিছু বলবে না’। এদিকে খোদ শাসকদলের বিধায়ক পুলিশকর্মীদের নিরপেক্ষভাবে কাজ করার কথা বলায় সরব হয়েছে বিরোধীরা।

Trinamool Congress Humayun Kabir Bharatpur

তৃণমূল (Trinamool Congress) বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, ‘শাসকদলের বিধায়কই বলছেন, পুলিশ নিরপেক্ষ না! এরপর আর কী বলার থাকতে পারে? এভাবে আক্রমণ করার পরেও পুলিশের তরফ থেকে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এতে পরিষ্কার, সাধারণ মানুষ এবং বিরোধীদের সময় পুলিশের লাঠির জোর বেড়ে যায়। যদি ক্ষমতা থাকে, তাহলে হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর করে দেখাক’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর