ভোট প্রচারের জন্য তড়িঘড়ি উদ্বোধন! দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনা নিয়ে মোদীকে একহাত তৃণমূলের

   

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী দিল্লি বিমানবন্দর (Delhi Airport Accident)। এক নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর। সেই ঘটনার জেরে প্রাণ হারিয়ছেন একজন। সরকারিভাবে জানানো হয়েছে সেই ব্যক্তির মৃত্যুর খবর। এবার এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

এদিন দিল্লি বিমানবন্দরের এই দুর্ঘটনার জেরে একজন প্রাণ হারানোর পাশাপাশি জখম হয়েছেন অন্তত আটজন। এই দুর্ঘটনার কিছু ছবি শেয়ার করে এক্স হ্যান্ডেলে পিএম মোদীকে (Narendra Modi) তোপ দাগেন TMC সাংসদ সাকেত গোখলে। তাঁর দাবি, দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) এই দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন তিন জন।


সাকেত লিখেছেন, ‘দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ ভেঙে পড়ে। এখনও অবধি এই ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছেন। নির্বাচনী প্রচারের জন্য গত মার্চ মাসে তড়িঘড়ি এই টার্মিনালের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। তখনও কাজ সম্পূর্ণ হয়নি’।

আরও পড়ুনঃ হিন্দু সেজে কালী মন্দিরে আত্মগোপন! বাংলাদেশি সাংসদ হত্যাকাণ্ডে গ্রেফতার ২ অভিযুক্ত

এদিন বিমানবন্দরের সেই অংশ ভেঙে পড়ায় দুর্ঘটনায় (Delhi Airport Terminal 1 Accident) মৃত্যুর কারণে মোদীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হবে না, প্রশ্ন তুলেছেন সাকেত (Saket Gokhale)। একইসঙ্গে লিখেছেন, ‘এই দুর্ঘটনায় তিন ব্যক্তির মৃত্যুর জন্য সরাসরি উনি দায়ী। কারণ মোদী তখন প্রচারের জন্য মরিয়া ছিলেন’। TMC সাংসদের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি ব্যক্তিগতভাবে দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার ঘটনা পর্যবেক্ষণ করছি। সকল ক্ষতিগ্রস্ত যাত্রীদের সাহায্যের জন্য এয়ারলাইন্স সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে। জখম ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে’।

Delhi Airport accident

দমকল বিভাগের আধিকারিকরা জানান,এদিন ভোট ৫:৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় দমকল এবং পুলিশ বাহিনী। জখম ব্যক্তিদের চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে যানবাহনের নীচে যে সকল ব্যক্তি আটকে পড়েছিলেন তাঁদেরও উদ্ধার করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর