সবার জন্য বন্ধ নৈহাটির বড়মার মন্দির! TMC প্রার্থী প্রবেশের অনুমতি পেলেন কীভাবে? তুমুল বিক্ষোভ

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সকাল থেকেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসতে  শুরু করেছে বিক্ষিপ্ত অশান্তির খবর। যার মধ্যে অন্যতম নৈহাটী। প্রসঙ্গত বিগত কয়েক বছরে নৈহাটির বড় মায়ের জনপ্রিয়তা বাংলার গন্ডী ছাড়িয়ে পৌছে গিয়েছে সারা দেশে। সপ্তাহ জুড়ে মায়ের মন্দিরে পুজো দিতে ভিড় জমান হাজার হাজার ভক্ত।

বন্ধ বড়মার মন্দিরে পুজো দিচ্ছেন তৃণমূল (Trinamool Congress) প্রার্থী

তবে উপনির্বাচন উপলক্ষে বুধবার বড়মার মন্দিরে পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষ। তাই এদিন এই মন্দিরের দরজা বন্ধ ছিল সকলের জন্যই। যদিও দর্শনার্থীদের অনেকেই জানতেন না আজ মন্দির বন্ধ। তাই না জেনেই অনেকে আজও মায়ের মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন।

কিন্তু একি পুজো দিতে গিয়ে সবাই দেখেন মন্দিরের সামনের দরজা বন্ধ। তাই সাধারণ দর্শনার্থীরা খালি হাতে ফিরে আসছিলেন। এমন সময় তারা দেখেন  মন্দিরের পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে পুজো দিব্যি পুজো দিয়ে বেরিয়ে আসছেন নৈহাটির তৃণমূল (Trinamool Congress) প্রার্থী সনৎ দে। আর তারপরেই নির্বাচনের দিনেই এই তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ ভক্তরা।

আরও পড়ুন: বন্ধ হবে সব দুর্নীতি! আধার নম্বর নিয়ে বড় পরিকল্পনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের

তাদের সকলের একটি প্রশ্ন বড়মার মন্দিরে সকলের জন্য বন্ধ থাকলেও ওই তৃণমূল (Trinamool Congress) প্রার্থী কিভাবে মন্দিরে ঢুকে পুজো দেওয়ার অনুমতি পেলেন?এদিন তৃণমূল প্রার্থী সনৎ দে মন্দির থেকে বের হওয়া মাত্রই তাঁকে  ঘিরে ধরে বিক্ষোভ দেখান দর্শনার্থীরা। এমনকি তাঁর গাড়ি ঘিরেও বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ।

Trinamool Congress:

উত্তপ্ত বাক্য বিনিমায়ের এলাকা ক্রমশ অশান্ত হয়ে উঠতে শুরু করলে অবশেষে পুলিশের হস্তক্ষেপে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে যান সনৎ বাবু। এদিন বড়মার পুজো দিয়ে বেরিয়েই তিনি ভোট কেন্দ্রে গিয়েছেন।

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর