এ কী অবস্থা! হেনস্থার শিকার স্বয়ং শাসক দলের সেলেব কাউন্সিলর, ক্ষোভে ফুঁসছেন মদন মিত্রও

   

বাংলাহান্ট ডেস্ক : শারীরিক হেনস্থার শিকার হলেন অভিনেত্রী তথা কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। তাও আবার নিজের এলাকা কামারহাটিতেই দুষ্কৃতিদের হাতে হেনস্থা হতে হয় তাঁকে। রবিবার ঘটেছে এই ঘটনা। এরপর তৃণমূলের (Councillor) এই সেলিব্রিটি কাউন্সিলর বেলঘড়িয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা কানে যেতেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

জানা গিয়েছে যে, কামারহাটির (Kamarhati) আগরপাড়া মিলন সমিতি ক্লাবের সামনে এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় বেশ কিছুদিন ধরে অসামাজিক কাজকর্ম এবং সরকারি জমি জবর দখলের অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য রবিবার ওই এলাকায় যান। সেখানে রীতিমতো হেনস্থার শিকার হতে হয় তাঁকে।

আরোও পড়ুন : রেল থেকে শুরু করে ট্যাক্স, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কমছে GST চার্জ! সস্তা হবে কী কী?

এদিন শ্রীতমা ভট্টাচার্য বলেন,”অনেক সময় আমরা দেখতে পাচ্ছি অনেক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এই পুকুর ভরাট হতে হতে সেটা একটা জমিতে পরিণত হচ্ছে। সেই জমিটাই হয়তো বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যাচ্ছে। একজন প্রতিনিধি হিসেবে এগুলোর হিসেব রাখা আমার কাজ।” সূত্রের খবর, শ্রীপল্লির কাজ কেমন চলছে না চলছে সেটাই দেখতে গিয়েছিলেন শ্রীতমা।

আরোও পড়ুন : কথা রাখেনি রেল! ১২ বগির বদলে কেন চলল ৯ কোচের ট্রেন? শিয়ালদায় বিক্ষোভ নিত্যযাত্রীদের

কাউন্সিলরকে দেখামাত্রই অভিযোগ, তাদের ওপরে চড়াও হয় পল্লী কমিটি প্রেসিডেন্ট ও তাঁর দলবল। শ্রীতমার উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা। শুরু হয় ধাক্কাধাক্কি। প্রতিবাদ করাই শ্রীতমার গায়ে হাত তুলতে গিয়েছিলেন বলেই অভিযোগ। এই ঘটনার পর কামারহাটির ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য রবিবার রাতে বেলঘড়িয়া থানার দারস্ত হয়ে অভিযোগ দায়ের করেন।

যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওই ব্যক্তি অর্থাৎ লালমোহন শ্রীতমা ভট্টাচার্যের ইলেকশান এজেন্ট ছিলেন। এ প্রসঙ্গে শ্রীতমা বলেন,”এমন গালাগালি দেওয়া হয়েছে যে কান একেবারে গরম হয়ে যাবে। আমি শুধু সরকারি জমির বেদখল যাতে না হয়ে যায় তা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। এটা নাকি আমার অপরাধ”। ঘটনার খবর কানে গিয়েছে কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের। ইতিমধ্যেই সৌগত রায়ের কাছেও এই বিষয়ে চিঠি জমা পড়েছে বলে খবর।

Sritama

তিনি জানান, “খবরটা শুনেছি। অনেকে জানিয়েছে। কাউন্সিলরও জানিয়েছে। আমরা সতর্কভাবে নজর রাখছি। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই চেষ্টা চলছে। একজন মহিলা কাউন্সিলর। তাঁকে যদি শারীরিকভাবে হেনস্থা করা হয় সেটা গর্হিত অপরাধ। পুলিস এফআইআর নিয়েছে, তদন্ত করছে। আমি চাই পুলিসি তদন্ত প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। আমি দলীয়ভাবেও সকলকে জানিয়েছি।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর