বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় থেকে উদ্ধার হল তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার রাতে নদিয়ার (Nadia) হরিণঘাটায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রয়াত কাউন্সিলরের নাম রাকেশ পাড়ুই। তিনি হরিণঘাটা পুরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের মৃত্যুতে শোক প্রকাশ জেলা নেতৃত্বের
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন রাকেশ। সেই কারণে মোহনপুরে দলের ছাত্র পরিষদের কার্যালয়ে তাঁর প্রায়ই যাতায়াত ছিল। গতকাল রাতেও হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সেই কার্যালয়ে গিয়েছিলেন তিনি। রাকেশের যাতায়াত থাকার কারণে কেউ কোনও সন্দেহ করেননি। পরবর্তীতে সেখান থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
জানা যাচ্ছে, সহকর্মীরাই সর্বপ্রথম তৃণমূল (TMC) কাউন্সিলরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিমেষের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। দলের কর্মী ও স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। এরপর রাকেশকে উদ্ধার করে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট, তালিকায় রয়েছে আরও ২ জনের নাম
গতকাল রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবারও ওই অঞ্চলে বড় প্রভাব ফেলেছে বলে খবর। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, আত্মঘাতী হয়েছেন রাকেশ। অন্যদিকে তাঁর আত্মহত্যার খবর জানাজানি হতেই হাসপাতালে তৃণমূলের নেতা কর্মীদের ভিড় জমতে শুরু করে। সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা হলেও রাকেশ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা এখনও পরিষ্কার নয়। পারিবারিক অশান্তি নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? এখনও জানা যায়নি। প্রয়াত তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। রাকেশের পরিবার ও বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।