বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিল আদালত।। পানিহাটি পুরসভার কাউন্সিলর তারক গুহকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তারকের পাশাপাশি তাঁর ভাইপো সহ আরও পাঁচজনকে এই শাস্তি দিয়েছে আদালত। সেই সঙ্গেই ১০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে তাঁদের। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এক দশক পর পানিহাটিকাণ্ডে এবার শাস্তি ঘোষণা হল।
তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড!
২০১৪ সালের মামলা। সেই বছর দুর্গাপুজোর সময় সোদপুরের পানিহাটির (Panihati) গান্ধীনগরে ক্লাবের পুজো মণ্ডপ থেকে একটি মোবাইল চুরি হয়। যার সন্দেহ গিয়ে পড়ে ক্লাবের ভেতর প্রবেশ করা শম্ভু চক্রবর্তী নামের এক ব্যক্তির ওপর। অভিযোগ, পেশায় মাছ ব্যবসায়ী শম্ভুকে কিল, চড়, লাথি শুধু নয়, রীতিমতো বাঁশ দিয়ে মারধর করা হয়। এর জেরেই তাঁর প্রাণ যায় বলে অভিযোগ।
জানা যাচ্ছে, বেধড়ক মারধরের ফলে শম্ভুর পাঁজরের হাড় ভেঙে যায়। তাঁর স্ত্রী কাকুতিমিনতি করলেও সেদিকে কান দেওয়া হয়নি বলে অভিযোগ। আহত শম্ভুকে প্রথমে পানিহাটি স্টেট জেনারেল ও পরবর্তীতে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাড়িও ফিরেছিলেন তিনি। তবে এরপর ফের সমস্যা শুরু হয়। তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা শম্ভুকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর তারকের নেতৃত্বেই শম্ভুকে মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ‘যোগী সাহেব যতই গালাগালি দিন, আমার ফোসকা পড়বে না’! মহাকুম্ভ নিয়ে ফের বিস্ফোরক মমতা
গণপিটুনির এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন প্রয়াত শম্ভুর স্ত্রী। বিগত প্রায় এক দশক ধরে এই মামলা চলার পর সাজা ঘোষণা করল আদালত। জানা যাচ্ছে, গত শনিবার তৃণমূল (TMC) কাউন্সিলর সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল ব্যারাকপুর মহকুমা আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা করা হল।
পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর হলেন তারক গুহ। তিনি ছাড়াও গণপিটুনির এই ঘটনায় জয়দেব মুখোপাধ্যায়, নেপাল গুহ, শ্যামল দাস সহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। নিম্ন আদালতের এই রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন দোষীদের আইনজীবী।