টাকার জন্য ব্ল্যাকমেল! সুইসাইড নোটে মহিলার নাম! তৃণমূল কাউন্সিলর মৃত্যুতে তোলপাড় করা মোড়

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য! জানা যাচ্ছে, শুক্রবার থেকে খোঁজ মিলছিল না তৃণমূল (Trinamool Congress) নেতা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের। শনিবার সকালে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, এই তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেখানে একজন মহিলার নাম রয়েছে।

  • তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের মৃত্যুর ঘটনার নয়া মোড়?

উত্তর ব্যারাকপুর পুরসভার অধীন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সত্যজিৎবাবু (৬৫)। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশে অভিযোগও দায়ের করেছিল তৃণমূল (TMC) নেতার পরিবার। আজ সকালে বাড়ির ছাদের চিলেকোঠা থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরাই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বলে খবর।

তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যার পর থেকে কেউ বাড়ির ছাদে যাননি। আজ সকালে ছাদের চিলেকোঠা থেকেই সত্যজিৎবাবুর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিহতের বাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে একজন মহিলার নাম করে ব্ল্যাকমেল করার অভিযোগ আনা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে ছুটি, বাড়ি ফিরলেন বিমান বসু! এখন কেমন আছেন প্রবীণ বাম নেতা?

সুইসাইড নোটে লেখা রয়েছে, ওই মহিলা প্রচুর পরিমাণে টাকা চেয়ে চাপ সৃষ্টি করতেন। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। সুইসাইড নোটের হাতের লেখা সত্যিই সত্যজিৎবাবুর কিনা সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Trinamool Congress Councilor Satyajit Banerjee

এদিকে আজ সকালে উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দেহ উদ্ধারের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে হাজির হয় নোয়াপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারণে সত্যজিৎবাবু আত্মহননের সিদ্ধান্ত নিলেন সেটা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের মৃত্যুর খবর সামনে আসতেই স্থানীয় দলীয় নেতৃত্বের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর