বাংলা হান্ট ডেস্কঃ চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার হওয়ার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ব্যাপক অত্যাচার চলছে। ভাঙচুর শুরু হয়েছে মন্দিরে। এবার বাংলাদেশের এই অশান্তির আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। সম্প্রতি সিউড়ি ২ নম্বর ব্লকের ইন্দ্রগাছা মোড়ে একটি মন্দিরের হনুমান মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে।
BJP-র অভিযোগের পাল্টা জবাব তৃণমূলের (Trinamool Congress) দেবাংশুর
আর এই ঘটনায় বিজেপি নেতা অমিত মালব্য কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের (Trinamool Congress) তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। অমিত মালব্যর এই বিস্ফোরক দাবি প্রকাশ্যে আসতেই পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। প্রসঙ্গত সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ইউনুস সরকারকে সমর্থন করে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের (Trinamool Congress) মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
তারপরেই বীরভূমের ঘটনা প্রসঙ্গে অমিত মালব্য দাবি করেন তৃণমূলের (Trinamool Congress) সিদ্দিকুল্লার উস্কানিমূলক মন্তব্যের জেরেই ইন্দ্রগাছা মোড়ের ওই মন্দিরে হনুমান মূর্তি ভাঙা হয়েছে। হনুমান মূর্তি ভাঙার ঘটনায় টুইট করে অমিত মালব্য লিখেছিলেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, গতকাল কলকাতায় উস্কানিমূলক হুমকি দিয়েছিলেন। তাঁর সেই হুমকি গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। পশ্চিমবঙ্গকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে’।
আরও পড়ুন: ‘ইউনুস ভালো জবাব দিয়েছেন …’, বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী
Mamata Banerjee’s minister, Siddiqulla Chowdhury, made incendiary threats of arson in Kolkata yesterday, pushing West Bengal toward a state of unrest reminiscent of the Great Calcutta Killings.
In Siuri’s Indragacha village, a decades-old Hanuman Mandir and its idol were… pic.twitter.com/dKZrAOdgI0
— Amit Malviya (@amitmalviya) November 29, 2024
এখানেই শেষ নয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি লিখেছিলেন, ‘এই আবহে সিউড়ির ইন্দ্রগাছা গ্রামে কয়েক দশকের পুরনো হনুমান মন্দির ও মূর্তির অপমান করা হয়েছে। বেঙ্গল পুলিশ এই নিয়ে উদাসীনতা দেখিয়েছে। কারণ এই ধরনের ঘটনাগুলি আপাতদৃষ্টিতে টিএমসির ভোট ব্যাঙ্কের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। এবং ভবিষ্যতে যাতে হিন্দুদের অনুভূতিতকে আর আঘাত না করা হয়, তার জন্যে দৃঢ় পদক্ষেপের নজির দেখতে চাই।’
If there’s one thing @amitmalviya excels at, it’s spewing lies and pushing @BJP4India’s hateful, divisive agenda counched in communal undertones.
Let me set the record straight for this glorified troll master: @BirbhumPolice promptly took action regarding the Indragacha issue,… https://t.co/ITytFWA1B5
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) November 29, 2024
এরপরে অমিত মালব্যকে এক হাত নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট করেছেন তৃণমূলের (Trinamool Congress) দেবাংশু ভট্টাচার্য। অমিত মাল্যকে ট্রোল মাস্টার বলে কটাক্ষ করে দেবাংশু এদিন দাবী করেছেন পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে। দেবাংশুর কথায়,’অমিত মালব্য যদি কোনও একটি জিনিসে খুব ভালো হয়ে থাকেন, তাহলে সেটা হল বিজেপির বিভেদমূলক সাম্প্রদায়িক নীতির প্রচার। এই ট্রোল মাস্টারের দাবির পরিপ্রেক্ষিতে আমি সঠিক তথ্য উপস্থাপন করতে চাই: ইন্দ্রগাছা ইস্যুতে বীরভূম পুলিশ অবিলম্বে পদক্ষেপ করেছে এবং তদন্ত শুরু করেছে। দোষীরা যাতে সাজা পায়, তা নিশ্চিত করেছে পুলিশ। তাই এখানের ঘটনা নিয়ে নিজের মুখ না চালিয়ে বিজেপি শাসিত রাজ্যের অরাজকতা তুলে ধুরুন। সেখানে তো অপরাধীদের নিয়ে উল্লাস করা হয়। সেখানে আইনশৃঙ্খলাহীনতাই একটা ব্র্যান্ড।’