কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের! কে এই আলিফা আহমেদ? আসল পরিচয় জানলে চমকে যাবেন

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে উপনির্বাচনের (By-election) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার সেই আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তৃণমূল কংগ্রেসের প্রতীকে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়বেন তরুণ মুখ আলিফা আহমেদ।

কে এই তৃণমূলের আলিফা আহমেদ? Trinamool Congress

ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন। সেই কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।জানা যাচ্ছে, আলিফা প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। বাবার ছেড়ে যাওয়ায় আসনে এবার মেয়েকে জায়গা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিলেও বিরোধী শিবিরে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। চলতি বছর ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন। হাসপাতালেই চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই বিধায়কহীন কালীগঞ্জ।

আরও পড়ুন: শুধুমাত্র কালীগঞ্জ উপনির্বাচনের জন্য ১৮-২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! চলতি সপ্তাহেই আসছে বাংলায়

এদিকে ৩১ জুলাইয়ের মধ্য়ে নির্বাচন কমিশনকে উপনির্বাচন করাতে হবে। সেই ডেডলাইন মাথায় রেখে রবিবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার)। ভোটগণনা হবে ২৩ জুন (সোমবার)।

ভিডিও দেখুন: https://youtu.be/ClqTt_hoxiM?si=bmlyfLx13SiO3vWk

২০২১-এর বিধানসভা নির্বাচনে নাসিরুদ্দিন আহমেদ ১ লক্ষ ১১ হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছিলেন। এবার সেই আসনেই উপনির্বাচনে প্রার্থী তাঁরই মেয়ে। শাসকদলের দাবি, বড় ব্যবধানে আলিফা এই আসনে জয় ছিনিয়ে আনবেন।

tmc flag

নির্বাচন কমিশন সূত্রে খবর, শুধুমাত্র বাংলার এই একটি কেন্দ্রে নির্বাচনের জন্য আপাতত ১৮-২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। কমিশন সূত্রে খবর, এই সপ্তাহের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে। একটি কেন্দ্রের ভোটের জন্য এত সংখ্যক বাহিনী মোতায়েন যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X