চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! এবার ঘাটালে দেবের সামনেই যা হল… তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছে তৃণমূলের (Trinamool Congress) একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। এবার ঘাটালে প্রকাশ্যে এলো শাসক দলের (Trinamool Congress) দুই গোষ্ঠীর সংঘাত। তারকা সাংসদ দেবের সামনেই হাতাহাতি শুরু হয়ে যায় শাসক দলের দুই গোষ্ঠীর। মুহূর্তের মধ্যে একেবারে রক্তারক্তি পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তারকা সাংসদ  দেবের কেন্দ্র ঘাটালে শিশুমেলার আয়োজন নিয়ে এদিন মিটিং ছিল।

তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীদ্বন্দ্ব দেবের সামনেই হাতাহাতি

কিন্তু মিটিং চলাকালীন সময়েই আচমকাই তৈরী হয় উত্তেজনা। ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলা নিয়ে বৈঠকে চলাকালীন আচমকা তুলকালাম কান্ড বেঁধে যায় দেবের অনুগামী আর ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দলুই-এর অনুগামীদের মধ্যে। গোটা ঘটনায় কার্যত স্তম্ভিত দেব। শিশুমেলার আয়োজন ঘিরে রবিবার ধুন্ধুমার কান্ড বাঁধে ঘাটালে। দেবের অনুগামীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় শঙ্করের অনুগামীদের।

আরও পড়ুন: একই ঘটনার পুনরাবৃত্তি হলেই…, ‘নেটওয়ার্ক’ শক্তিশালী করার বার্তা, অ্যাকশন মুডে সিপি মনোজ ভার্মা

প্রাক্তন বিধায়ক শঙ্কর জানিয়েছেন, শিশুমেলা নিয়ে কয়েকদিন আগেই বৈঠক করা  হয়েছিল। তাঁর দাবি আজ যা হয়েছে সবটাই নাকি পরিকল্পিত ভাবে করা হয়েছে। আসলে জানা যাচ্ছে কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই ওই শিশু মেলার আয়োজন নিয়ে বৈঠক করেছিলেন।

Trinamool Congress

ওই বৈঠক নিয়েই দেবের অনুগামীদের সাথে মতবিরোধ শুরু হয় শঙ্কর দলুইয়ের অনুগামীদের। মুহূর্তের মধ্যেই লাঠিসোঁটা, লোহার রড দিয়ে মারধর শুরু হয়ে যায়। গন্ডগোলের জেরে মাঝপথেই বৈঠক ছাড়েন তৃণমূল সাংসদ দেব।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর