বাংলা হান্ট ডেস্কঃ পূর্বাভাস মিলেছিল আগেই, তবে এবার তা বাস্তবায়িত হওয়ার পথে। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে এবার বিরাট কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল (Trinamool Congress) পরিষদীয় দল। বাজেট অধিবেশনে সমস্ত তৃণমূল বিধায়কদের উপস্থিত থাকতে দলীয় হুইপ জারি করা হয়েছিল গত মাসের শেষের দিকে। বিধানসভা অধিবেশনে বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক জানিয়ে তিন লাইনের একটি লিখিত হুইপ জারি করেছিলেন বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ।
মনোজ-সহ তিরিশের বেশি বিধায়ককে তলব করার প্রস্তুতি তৃণমূলের (Trinamool Congress)
তৃণমূল (Trinamool Congress) পরিষদীয় সূত্রের খবর নির্দেশ অমান্য করে অধিবেশনের শেষ দিন সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০। তাই এবার অধিবেশনের শেষ দু’দিন দলীয় হুইপ অমান্য করে যে সমস্ত বিধায়ক অনুপস্থিত ছিলেন তাঁদের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিন অর্থাৎ গত মাসের ১৯ তারিখ অনেক বিধায়ক অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেদিনও প্রায় ১০ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা! পাথরপ্রতিমা বিস্ফোরণ নিয়ে বড় দাবি দিলীপের
বিধায়কদের অনুপস্থিতির বিষয়টি নজরে আসতেই প্রথমে বৈঠকে বসেন তৃণমূল (Trinamool Congress) পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওই বৈঠকেই ঠিক হয় তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরী করে তাঁদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে বলা হবে। এখানে বলে রাখা ভালো, ওই ৩০ জনের বেশি তৃণমূল বিধায়কের একমাত্র মন্ত্রী মনোজ তিওয়ারিকে ডেকে পাঠানো হলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারী শুধুমাত্র মুখ্যমন্ত্রী। কারণ, তিনি মুখ্যমন্ত্রীর অধীনে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী।
কী পদক্ষেপ নেওয়া হবে বিধায়কদের বিরুদ্ধে?
প্রসঙ্গত সামনেই বিধানসভা নির্বাচন। তাই খুঁটিনাটি সব বিষয়েই দলের অন্দরে এখন বিরাট কড়াকড়ি। এখন প্রশ্ন হল দলীয় হুইপ অমান্য করার কি শাস্তি পেতে চলেছেন দলের বিধায়করা। মঙ্গলবার এই বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন,তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করে তাঁদের কমিটির সামনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেবে। জানা যাচ্ছে কমিটির সামনে সশরীরে হাজির হয়ে নিজেদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে হবে বিধায়কদের।