বাংলাহান্ট ডেস্ক : মালদার (Malda) রতুয়ায় স্কুল নির্বাচনকে কেন্দ্র করে চললো বোমা-গুলি। এই ঘটনার ফলে উঠে আসছে তৃণমূলের স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। হাই মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। এলাকা জুড়ে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। অভিযোগ উঠছে ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকটি স্থানীয় বাড়িতে।
সূত্রের খবর, এই নির্বাচনে অন্য কোনও দল প্রার্থী দেয়নি। তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ দুইটি প্রার্থী দেয় এই নির্বাচনে। জানা গিয়েছে, একটি গোষ্ঠী তৃণমূল জেলা চেয়ারম্যান সমর মুখার্জির অনুগামী ও অপর গোষ্ঠী প্রাক্তন ব্লক সভাপতি ফজরুল হকের অনুগামী। এই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে সংঘর্ষের ঘটনা ঘটলে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে অভিযোগ, এই দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে এলাকায় চলে বোমা ও গুলি। রতুয়ার এই হাই মাদ্রাসা স্কুলের নির্বাচনে ছয়টি আসন রয়েছে। এই নির্বাচনে অন্য কোন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে না। এই নির্বাচন মূলত ছিল শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। স্থানীয় সূত্রে অভিযোগ, কে ক্ষমতার শীর্ষে থাকবে সেই জন্যই মূলত সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।
পুলিশের পক্ষ থেকে পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু এখনো পর্যন্ত ২ গোষ্ঠীর সমর্থকরা বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়াচ্ছেন। হরিশ্চন্দ্রপুর এলাকার বিধায়ক রয়েছেন ঘটনাস্থলে। তিনিও স্বাভাবিক করার চেষ্টা করছেন পরিস্থিতি। এখনো পর্যন্ত দুই গোষ্ঠী একে অপরকে ইঁট,বোমা ছুঁড়ছে বলে অভিযোগ।