যাদবপুর আবহে এবার মমতা-অভিষেকের বড় পরিকল্পনা! কী হতে চলেছে হাইভোল্টেজ ২৮ আগস্ট?

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে যাদবপুর ইস্যু নিয়ে উত্তাল রাজ্য। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর (Jadavpur University Student Death) ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। নাবালকের মৃত্যুর ঘটনায় উঠে আসছে তত্ত্ব। এমনকী এই মৃত্যু ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও সমস্ত রাজনৈতিক দলেরই দাবি, বন্ধ হোক এই র‌্যাগিং ‘কালচার’।

এই আবহেই এবার র‌্যাগিং-বিরোধিতাকে সামনে রেখে ২৮ অগস্ট তৃণমূলের সভার (Trinamool Congress Rally) মূল থিম হবে অ্যান্টি রাগিং (Anti Ragging)। জানিয়ে রাখি, আগামীকাল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee-Abhishek Banerjee) উপস্থিতিতে হবে বিশাল সভা, আয়োজন। আর তাতেই এবারে গুরুত্ব পেতে চলেছে র‌্যাগিং বিরোধিতা।

   

বিগত কিছুদিন ধরে এই পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে রাজ্য। যাদবপুর সহ গোটা রাজ্যে এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদ ময়দানে নেমেছে। এবার অনুষ্ঠানের মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আলাদা মাত্রা পেতে চলেছে ২৮ অগস্ট।

আরও পড়ুন: মহিলা মৃত্যুর জন্য চিকিৎসককে হেনস্থা! ঘটনা শুনেই মৃতার পরিবারের বিরুদ্ধে ‘বড়’ ব্যবস্থা নিল হাইকোর্ট

জানা যাচ্ছে, এবারে অনুষ্ঠানে আসা সকল ছাত্রছাত্রীরা কালো ব্যাজ পড়ে হাজির হবেন। এক কথায় রাজনৈতিক বক্তৃতার পাশাপাশি মেয়ো রোডের সভায় চলবে র‌্যাগিং-বিরোধি প্রচার। জদীপ রাজনৈতিক মহলের মতে র‌্যাগিং বা ছাত্র মৃত্যুর ঘটনা ছাড়িয়ে যাদবপুরে এখন চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে ক্ষমতা দখলের লড়াই।

আরও পড়ুন: কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! লাগামছাড়া বৃষ্টি, ভয়ঙ্কর অবস্থা হবে এই ৬ জেলায়

এবার আসি তৃণমূলের সভার কথায়, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এই ২৮শের সভা নানা দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। একদিকে চোখের চিকিৎসা করিয়ে সদ্য দেশের ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে ফেরার পর এটিই হতে চলেছে তার প্রথম জনসভা।

tmc flag

অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সদ্য ইডির প্রেস রিলিসে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই নিয়ে রীতিমতো ফুটছে বাংলার রাজনীতি। আর পাখির চোখ এখন ২০২৪ লোকসভা নির্বাচন। সব মিলিয়ে এখন সকলের চোখ থাকবে ভরা সভায় অভিষেক মমতা কোন বার্তা দেয় সেদিকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর