বাংলাহান্ট ডেস্ক : এবার এক বিজেপি কর্মীর (Bharatiya Janata Party) বাবার প্রাণ গেল ভোট পরবর্তী হিংসায়। অভিযুক্ত তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের অর্জুননগর অঞ্চলের ১৯৮ নম্বর বুথ ধাঁইপুকুরিয়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।
গ্রামবাসীরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। জানা গেছে, বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি পূর্ব মেদিনীপুরের অর্জুননগর অঞ্চলের ১৯৮ নম্বর বুথ ধাঁইপুকুরিয়া এলাকার বাসিন্দা। শশাঙ্কর পরিবার দাবি করেছে, তৃণমূলের করা মিথ্যা মামলার দায় দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া শশাঙ্ক।
আরোও পড়ুন : ফের বঞ্চিত বাংলা! বন্ধ হয়ে গেল এই প্রকল্পের টাকা! রাজ্যকে বেকায়দায় ফেলল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
মঙ্গলবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দল হানা দেয় তাদের বাড়িতে। অভিযোগ শ্লীলতাহানির চেষ্টা করা হয় শশাঙ্কর মা, স্ত্রী ও বউদিকে। শশাঙ্কবাবুর বাবা গৌরহরি মাইতি সেই সময় তাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা তাকে ঠেলা দেয়। দুষ্কৃতীদের ধাক্কায় গৌরহরি বাবু মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। এরপর আহত গৌরহরি বাবুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গৌরহরি বাবুর দেহ পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে।