বিরাট চমক! রাজ্যে ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করল TMC, কারা দাঁড়ালেন?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট সম্পন্ন হতেই রাজ্যে ফের ভোটের দামামা। এবার বাংলার ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকেই কোন কেন্দ্র কে প্রার্থী হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। অবশেষে চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

আগেই মানিকতলা কেন্দ্রের জোড়াফুল প্রার্থীর নাম প্রকাশ্যে এসেছিল। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে এই আসন থেকে দাঁড় করাবে TMC। রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদার উপনির্বাচনে (West Bengal Assembly By Election 2024) কাদের টিকিট দেওয়া হবে তা নিয়ে বিস্তর চর্চা আলোচনা চলেছে। এবার মিলল সেই উত্তর।

রানাঘাট দক্ষিণ (Ranaghat Dakshin) আসনে মুকুটমণি অধিকারীকে দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল। তিনি আগে BJP-র অংশ ছিলেন। গেরুয়া শিবিরের টিকিটে ভোটে জিতে বিধায়কও হয়েছিলেন মুকুটমণি। তবে এবারের লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হলেও জিততে পারেননি। এবার ফের বিধায়ক হওয়ার লড়াইয়ে নামছেন মুকুটমণি।

আরও পড়ুনঃ ১০ লাখ ফেললেই …! NEET নিয়ে রাজ্যে চলছে বিরাট র‍্যাকেট, গ্রেফতার ৪!

রায়গঞ্জ (Raiganj) কেন্দ্রেও BJP-ত্যাগী বিধায়কের ওপর ভরসা রেখেছে TMC। এই আসনেই ২০,০০০-এর বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। যদি সেই বছরই BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনে তাঁকে রায়গঞ্জ আসন থেকে দাঁড় করিয়েছিল জোড়াফুল শিবির। তবে সেই লড়াইয়ে জিততে পারেননি তিনি। এবার ফের বিধায়ক হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কৃষ্ণ কল্যাণী।

অন্যদিকে বাগদা (Bagdah) আসন থেকে মধুপর্ণা ঠাকুরকে টিকিট দিয়েছে তৃণমূল শিবির। মমতাবালা ঠাকুরের কন্যা তিনি। তাঁর ওপরেই বাগদায় ঘাসফুল ফোটানোর গুরুদায়িত্ব তুলে দিয়েছে TMC। মানিকতলা (Maniktala), রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদায় আগামী ১০ জুলাই নির্বাচন, ফল ঘোষণা হবে ১৩ জুলাই।

trinamool congress tmc flags

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে এই চারটি আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছিল BJP। মাত্র একটি আসনে ঘাসফুল ফোটাতে সক্ষম হয়েছিল তৃণমূল শিবির। এবারের উপনির্বাচনে কী ফলাফল হয় সেদিকেই নজর থাকবে সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর