লুকিয়ে ছিল গেস্ট হাউসে, খোঁজ পেয়েই CPM-BJP সমর্থিত জয়ী নির্দল প্রার্থীদের করা হল ‘কিডন্যাপ’! অভিযুক্ত TMC

বাংলা হান্ট ডেস্ক : হিংসার আবহেই মিটিছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election)। এবার পালা জায়গায় জায়গায় বোর্ড গঠনের। কিন্তু সেখানে অব্যাহত হিংসা। তৃণমূল (Trinamool Congress) বোর্ড গঠণের জন্য তিন বিজেপির (Bharatiya Janata Party) জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরনের অভিযোগ উঠল কলকাতা শহরের বাইপাস লাগোয়া একটি গেস্ট হাউস থেকে।

পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হসপিটালের ২ নম্বর গেটের উল্টো দিকের রাস্তার মুখেই গেস্ট হাউস থেকে অপহরনের অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করার অভিযোগ তোলা হয়। রাতেই কান্তি গাঙ্গুলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই বিষয়ে।

   

দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। এরমধ্যে তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে। সিপিআইএম পায় ৩টি। বিজেপি ৬টি ও  নির্দল পায় ২ টি আসন। তৃণমূল কংগ্রেস বোর্ড গঠণের জন্য জোর করে বিরোধীদের চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। সেই চাপের ভয়ে মাথা নত না করে কলকাতার একটি গেস্ট হাউসে পরিচয় গোপন করে এরা থাকছিলেন বলে সূত্রে খবর।

tmc bjp cpm

বৃহস্পতিবার গভীর রাতে সেই গেস্ট হাউস থেকেই বিজেপির তিন জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করে তৃণমূল। এমনই অভিযোগ উঠে আসছে। কবি সুভাষ মেট্রো স্টেশন লাগোয়া এক কচুরির দোকানের ব্যাবসায়ী ২৩ জুলাই এসে কথা বলে যায় বাড়ির মালিক বাপ্পা ও অসিত ঘোষের সঙ্গে। বিয়ে বাড়ির গেস্ট আছে বলা হয়। আর তাই ৩০ নম্বর সোনালি পার্কের এই দোতলা বাড়ির ১ তলার ৪টি ঘর ১০-১২ জন গেস্টের জন্য ১০ দিনের জন্য ভাড়া নেওয়া হবে বলা হয়।

৬ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৩ শিশু। যাদের বয়স ২ থেকে ৭ বছর। তখনও ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টা থেকে চলা ২০ মিনিটের অপারেশনের পর গোটা বিষয় প্রকাশ্যে আসে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর