ড্রেন নিয়েই গোষ্ঠীদ্বন্দ! তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে ঝাঁটা নিয়ে তাড়া মহিলাদের

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার সামনে এলো রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ। এবার ড্রেনের কাজের শিলান্যাসের অনুষ্ঠানকে ঘিরে উত্তপ্ত হল হাসনাবাদ। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ জন। এক গোষ্ঠীর লোকেদের গ্রামের স্থানীয় মহিলারা ঝাঁটা নিয়ে তাড়া করলেন। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের (Hasnabad) মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের দক্ষিন চাঁদপুর গ্রামে।

জানা গিয়েছে, দক্ষিণ চাঁদপুর গ্রামে দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যা ছিল। বহুদিন ধরে গ্রামবাসীরা পঞ্চায়েতের কাছে আবেদন করেছেন ড্রেন তৈরির জন্য। অবশেষে পঞ্চায়েতের পক্ষ থেকে ৭ লক্ষ ৯৮ হাজার টাকা ব্যয় ড্রেন তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়। গত ২৮ এপ্রিল থেকে এই ড্রেন তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ টালবাহানার পর গত সোমবার থেকে শুরু হয় ড্রেন তৈরির কাজ।

এরপর চারদিন ড্রেন তৈরির কাজ হওয়ার পর তৃণমূলের এক গোষ্ঠী এসে কাজ বন্ধ করে দেয়। ওই গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয় নতুন করে এমএলএ এসে এই কাজের শিলান্যাস না করা পর্যন্ত ড্রেনের কাজ শুরু হবে না। এরপরই গ্রামের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। মহিলারা ঝাঁটা নিয়ে তাড়া করেন পঞ্চায়েত সদস্যার স্বামীসহ একাধিক তৃণমূল কর্মীদের।

এই ঘটনায় হাসনাবাদ ব্লকের তৃণমূল সভাপতি ইস্কান্দার গাজী বলেছেন, এই ব্যাপারে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমন অনেক মানুষ আছেন যারা তৃণমূলে থেকে উন্নয়নমূলক কাজকে ব্যাহত করার চেষ্টা করছেন। কিছু মানুষ দলের সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। একটি উদ্বোধন হয়ে যাওয়া প্রকল্পের দ্বিতীয়বার উদ্বোধন হতে পারে না। এই ব্যাপারে আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।

Hasnabad

স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, চার দিন আগে ওই এলাকায় ড্রেন তৈরির কাজ শুরু হয়। কিন্তু আজ সকালে আমাদের পঞ্চায়েত সদস্যার স্বামী শংকর মন্ডল কিছু লোকজনকে নিয়ে আমাদের এলাকার বিধায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় ড্রেন তৈরির কাজ বন্ধ করে দিতে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ জল জমার সমস্যায় ভুগছেন।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর