TMC-র গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভরতপুর! ‘আমাকে খুনের চেষ্টা করা হয়েছ’, অভিযোগ বিধায়ক হুমায়ুন কবীরের

বাংলা হান্ট ডেস্ক : সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে দলের কর্মীদের চাঙ্গা করা এবং নীচু তলার কর্মীদের কাছে পৌঁছনো লক্ষ্য নবজোয়ার কর্মসূচী পালন করছে তৃণমূল (Trinamool Congress)৷ নির্বাচনের আগে সাধারণকর্মী থেকে দলীয় সমর্থক এবং আমজনতার মধ্যে জনসংযোগ তৈরি করতে এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এরই মধ্যে, প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ শনিবার সন্ধেয় মুর্শিদাবাদের ভরতপুরে বিধায়ক কার্যালয়ের বাইরে বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেনের বিরুদ্ধে।

tmc inner clash

জানা যাচ্ছে, এদিন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দলীয় কর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে একটি বৈঠক করছিলেন৷ সেই সময়ে স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামের অনুগামীরা হঠাৎই এসে হামলা চালায়। হঠাৎ হামলায় কার্যালয়ের বাইরে থাকা একাধিক তৃণমূলের কর্মী আহত হন । গুরুতর আহত অবস্থায় সকলকেই প্রথমে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ভরতপুর এলাকায় বিধায়কের কার্যালয়ের কাছে একটি জনসভার আয়োজন করা হয়। সেই সভাতে ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামকে আলাদা দল গঠন ও দলবিরোধী কার্যকলাপ নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করে ছিলেন বিধায়ক হুমায়ুন কবির। বিধায়কের এই মন্তব্য পর শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। আজ আমি বিনা সিকিউরিটিতে এসেছি জেনেই হয়তো এমন পদক্ষেপ নিয়েছে। পুলিস সুপারকে বলার পরও বাড়ানো হয়নি নিরাপত্তা। যারা এইভাবে অতর্কিতে হামলা করে তারা কাপুরুষ ছাড়া আর কিছু নয়। তাদের যোগ্য জবাব সময় মত দেওয়া হবে।’


Sudipto

সম্পর্কিত খবর