বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটে (Loksabha Vote) বঙ্গে উঠেছে সবুজ ঝড়। সমস্ত এক্সিট পোলকে মিথ্যে প্রমাণ করে রাজ্যের ২৯ আসনে ফুটেছে জোড়াফুল। ওদিকে বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা কমে এখন ১২। তৃণমূলের একাধিক প্রার্থী বিজেপিকে লক্ষাধিক ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। তবে এত কিছু তাদের ফেভারে থাকলেও বেশ কয়েকটি বিধানসভা নিয়ে জোর চিন্তায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
২০২১ সালের বিধানসভা ভোটে জয়লাভ করে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন অনেকে। তবে এদের মধ্যে রাজ্যের আট জন মন্ত্রীর বিধানসভায় হার হয়েছে তৃণমূলের। লোকসভা নির্বাচনে ভালো ফল করেও শাসকদলের রাতের ঘুম উড়েছে আট হেভিওয়েট মন্ত্রীর বিধানসভায় পরাজয়ের কারণে।
রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা এবং দমকলের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসুর নিজের বিধানসভা কেন্দ্রে হেরেছে তৃণমূল। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামপুকুরে তৃণমূলকে টপকে এগিয়ে রয়েছে বিজেপি। যা শিল্পমন্ত্রী শশীর পাঁজার বিধানসভা কেন্দ্র। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত সুজিত বসুর বিধাননগর বিধানসভাতেও পিছিয়ে রয়েছে রাজ্যের শাসকদল। যা যথেষ্টই চিন্তার কারণ তৃণমূলের কাছে।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী সুজিত বসুর বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল ১১ হাজার ভোটে পিছিয়ে রয়েছে। ওদিকে উত্তরেও এরম অবাক করা ঘটনা ঘটেছে বেশ কিছু বিধানসভায়। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের বিধানসভা কেন্দ্র হেমতাবাদে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত। সেখানে বিজেপির কাছে ৮ হাজার ভোটে পিছিয়ে রয়েছে শাসক তৃণমূল।
উত্তরবঙ্গের মালদহে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের কেন্দ্র মোথাবাড়িতে বিরাট ব্যবধানে পিছিয়ে রয়েছে তৃণমূল। সেখানে জয়ী দল কংগ্রেসের চেয়ে তৃণমূল ৩৪ হাজার ভোটে পিছিয়ে রয়েছে। এটি দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।
আরও পড়ুন: ‘সাত দিনের মধ্যে..,’ হাইকোর্টের নির্দেশ না মানায় এবার চরম ক্ষুব্ধ আদালত, তোলপাড় রাজ্য
উত্তরবঙ্গের আরেক মন্ত্রী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী তাজমুলের হরিশচন্দ্রপুর বিধানসভা ৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। এটি মালদহ উত্তর লোকসভার মধ্যে পড়ে। সেখানে এবারেও জিতেছে বিজেপি। রাজ্যের বিজ্ঞান-প্রযুক্তিমন্ত্রী কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাশের বিধানসভা তৃণমূলের মহুয়া মৈত্র পিছিয়ে রয়েছেন ৯ হাজার ভোটে।
রাজ্যের মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরির বিধানসভাতেও পিছিয়ে রয়েছে তৃণমূল। বিপ্লবের পাঁশকুড়া পূর্বে তৃণমূল পিছিয়ে রয়েছে ৩ হাজার ভোটে। এটি তমলুক লোকসভা কেন্দ্রের অধীন। এখানে জিতেছে বিজেপি। ওদিকে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির রামনগর বিধানসভা কাঁথি লোকসভার অন্তর্গত। সেখানেও পিছিয়ে রয়েছে তৃণমূল।