বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের এই নির্বাচনকে সামনে রেখে সবাইকে একসাথে চলার বার্তা দিয়েছেন স্বয়ং তৃণমূলনেত্রী (Trinamool Congress) তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই বার্তা দিয়েছিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানা হচ্ছে না বীরভূমে।
চরমে তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠী কোন্দল
বুধবার বীরভূম জেলা পরিষদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবী করেছেন বীরভূমের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। দলের নির্দেশ অমান্য করে কোনো কোর কমিটির মিটিং ডাকা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি সেখানে নাকি উল্টে বর্ধিত জেলা কমিটিকে বেশি গুরুত্ব দিয়ে মিটিং ডাকা হচ্ছে। এই কারণেই নাকি তিনি দু’টি মিটিংয়ে উপস্থিত হননি। তবে বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে উল্লেখ করেছেন কাজল শেখ।
কোনো রাখঢাক না রেখেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কাজল শেখের কথায়, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। একই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটিকে নিয়ে মাসে অন্তত দুটি মিটিং কোর্ট নির্দেশ দিয়েছিলেন তিনি। একইসাথে বোলপুর, সিউড়ি এবং রামপুরহাটেও মিটিং ডাকার নির্দেশ দিয়েছিলেন।’
আরও পড়ুন: RG Kar কাণ্ডের ৮ মাস পার! মেয়ের ডেথ সার্টিফিকেট পেয়ে তিলোত্তমার বাবা বললেন…
কাজল শেখের অভিযোগ তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমোর সেই নির্দেশ মানা হচ্ছে না। তিনি জানিয়েছেন গত বছরের ডিসেম্বর মাসে শেষবার মিটিং ডাকা হয়েছিল রামপুরহাটে। তবে সিউড়ি মহকুমায় এখনও কোন মিটিং ডাকা হয়নি। কিন্তু সিউড়িতে কেন কোনো মিটিং ডাকা হচ্ছে না তা তিনি বুঝতে পারছেন না বলেই জানিয়েছেন কাজল।
কাজল শেখের আরও অভিযোগ, গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন পরিচালিত হয়েছিল এই কোর কমিটির নেতৃত্বে। তাতে ভালো সাফল্যও পাওয়া গিয়েছিল। কিন্তু যারা সে সময় যাঁরা তাঁদের সঙ্গে লড়াই করেছিল তাদের নাকি গুরুত্ব বা সম্মান কিছুই দেওয়া হচ্ছে না। তৃণমূল (Trinamool Congress) নেতার কথায়, ‘সামনে বিধানসভা নির্বাচন। আমরা ১১ টি আসনেই জয়লাভ করব ঠিকই। তবুও কোর কমিটির মিটিং ডাকা উচিত বলে আমরা মনে করি।’
প্রসঙ্গত, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জেলমুক্তির পর তাঁকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করেন খোদ মুখ্যমন্ত্রী। ওই কমিটিতে অনুব্রত ছাড়াও আগে থেকেই ছিলেন সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা, বোলপুরের বিধায়ক, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার, রামপুরহাট বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ। কিন্তু অনুব্রত’র জেল থেকে বেরনোর পর গত বছরের নভেম্বর মাসে বোলপুরে এবং ডিসেম্বর মাসে রামপুরহাটে শেষবার কোর কমিটির মিটিং ডাকা হয়। কিন্তু তারপর সিউড়িতে আর কেন কোর কমিটির মিটিং ডাকা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন কাজল।