বাংলা হান্ট ডেস্কঃ ‘জয় শ্রী রাম” স্লোগান নিয়ে আগাগোড়াই আপত্তি রয়েছে শাসক দল তৃণমূলের (All India Trinamool Congress)। আর এবার সেই স্লোগান নিয়ে আবারও বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হল তরজা। শাসক দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের একটি বিতর্কিত মন্তব্যের জেরে দুই দলের মধ্যে নতুন করে শুরু হল বিতর্ক।
প্রসঙ্গত, গতকাল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের টক শোয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। সেই টক শোয়ে ‘জয় শ্রী রাম” স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
সেই টক শোয়ের একটি ভিডিও পোস্ট করে বঙ্গ বিজেপি। সেই ভিডিওতে তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে বলতে শোনা যাচ্ছে যে, জয় শ্রী রাম স্লোগান তুলে গোটা ভারতে হত্যা হয়, মহিলা-নাবালিকাদের ধর্ষণ হয়। নির্যাতিতাদের পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
তৃণমূল সাংসদের এই বয়ানের পর বিরোধিতা করা শুরু করেন সেই টক শোয়ে উপস্থিত থাকা বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রা। তিনি বলেন, একজন সাংসদ হয়েও কীভাবে কাকলিদেবী এই কদর্য ভাষা ব্যবহার করতে পারেন। সম্বিতবাবু বলেন, কোথায় এমন ঘটনা ঘটেছে সেটার ভিডিও প্রমাণ দিন। এরপর কাকলি ঘোষ বলেন, আমার কাছে ভিডিও আছে।
“Jai Shri Ram” is a ‘murder and rape slogan’ says TMC MP Kakoli Ghosh Dastidar on national TV!
Does she hate Hinduism because she is a TMC MP, or is she a TMC MP because she despises Hinduism? Pointless, really. “Appeasement politics & frustration?” Now, that’s a question! pic.twitter.com/oEs4FCNGYw
— BJP Bengal (@BJP4Bengal) March 13, 2021
সম্বিত পাত্রা তৃণমূলের সাংসদের উপর ভগবান শ্রী রাম এবং মা দুর্গাকে অপমান করার অভিযোগ করে ক্ষমা চাইতে বলেন। সম্বিত পাত্রা বলেন, ‘আপনি অথবা আপনাদের দলনেত্রী কোনদিনও এটা বলতে পারবে যে, আল্লাহ-হু-আকবর স্লোগান তুলে মানুষের গলা কেটে দেওয়া হচ্ছে? চারিদিকে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে এই স্লোগান তুলে। এটা আপনারা কোনদিনও বলতে পারবেন না।” এই টক শোয়ের ভিডিওটি বঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। বাংলা হান্টের পক্ষে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।