বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই ‘অ্যাকশন’ মোডে ভারত। হামলার খবর পেয়েই সৌদি সফর থেকে মাঝপথে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া ভাষায় তিনি বলেছেন, যারা হামলা করেছেন তাদের কাউকে ছাড়া হবে না। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। এদিকে এবার এই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী।
কাশ্মীর হামলা বিজেপির পরিকল্পনা বলে দাবি তৃণমূল (Trinamool Congress) নেত্রীর
সসর্বদলীয় বৈঠকে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মধ্যে তৃণমূলের (Trinamool Congress) তরফে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনিও পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপে কেন্দ্রের পাশে থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। অথচ এবার তাঁর দলেরই এক নেত্রী বিতর্কিত মন্তব্য করে বসলেন পহেলগাঁও হামলা নিয়ে। তাও আবার দেশেরই মাটিতে দাঁড়িয়ে। তৃণমূল (Trinamool Congress) জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন মন্তব্য করেন, ওয়াকফ ইস্যু থেকে নজর ঘোরাতেই বিজেপির পরিকল্পিত পহেলগাঁও হামলা।
বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর: কালভার্ট উদ্বোধনে গিয়ে তিনি বলেন, বিজেপি জঙ্গিদের মদত আর আশ্রয় দেয়। সেই কারণেই সেনা ছিল না সেখানে। পহেলগাঁও হামলা ওয়াকফ ইস্যু থেকে নজর ঘোরাতেই পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে দাবি করেন তিনি। এখানেই না থেমে মর্জিনা খাতুন আরো বলেন, সামনে বিহার ভোটকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে বিজেপি। মানুষ এর জবাব দেবে।
প্রতিবাদে সরব বিরোধীরা: তৃণমূল (Trinamool Congress) নেত্রীর এহেন মন্তব্যে নিন্দায় মুখর হয়েছে বিরোধীরা। শাসক দলের অস্বস্তি বাড়িয়ে বিজেপি কটাক্ষ করেছে, এই মুহূর্তে যারা এই ধরণের মন্তব্য করছে তাদের তদন্তের আওতায় আনা উচিত। অথচ বিতর্কের মুখে দাঁড়িয়েও নিজের মন্তব্য থেকে কার্যত সরতে নারাজ মর্জিনা খাতুন। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন, তিনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। এতে বিতর্ক হওয়ার কোনো কারণ নেই।
আরো পড়ুন : সন্ত্রাসবাদীদেরও মাসিক বেতন-বোনাস! কত টাকা পেয়ে থাকেন জঙ্গিরা?
উল্লেখযোগ্য ভাবে পহেলগাঁও হামলা নিয়ে দলকে বার্তা দিয়েছিলেন খোদ তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তীব্র নিন্দা করে এর সঙ্গে যুক্তদের কড়া শাস্তির দাবি জানান। সঙ্গে তিনি এও বলেছিলেন, এটা স্পর্শকাতর ইস্যু, তাই বুঝেশুনে মন্তব্য করার কথা বলেছিলেন দলের সদস্যদের উদ্দেশে। তবে তাঁর নির্দেশ কার্যত উড়িয়ে দিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন মর্জিনা খাতুন।