স্কুলে গ্রুপ ডি’র চাকরি দেওয়ার নামে ১৬ লক্ষ টাকার প্রতারণা! অভিযুক্ত তৃণমূল নেতা, তুলকালাম তমলুক

বাংলা হান্ট ডেস্ক : সামনেই পঞ্চায়েত নির্বাচন। তা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের (West Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জাতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে চলছে নবজোয়ার কর্মসূচী। একাধিক মঞ্চ থেকে দুর্নীতি মুক্ত তৃণমূল গড়ার ডাক দিয়েছেন অভিষেক। কিন্তু এরই মধ্যে প্রকাশ্য এল এক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা। আর এই ঘটনায় নাম জড়ালো শাসক দল তৃণমূলেরই এক নেতার।

কী ঘটেছে? তৃণমূল কংগ্রেসের নেতা তথা তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল মাইতির নামে নন্দকুমার থানায় লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ প্রকাশ্যে এল। অসহায়তার সুযোগ নিয়ে নন্দকুমার থানার অন্তর্গত ভবানীচক গ্রামের মায়া রানী পাঁজার থেকে প্রায় ১৬ লক্ষ টাকা আত্মসাৎ করেচেন ওই নেতা।

অভিযোগকারীনির দাবি তাঁর মেয়ে সোনালী পাঁজাকে প্রথমে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ও পরে তমলুক ঘাটাল সেন্টাল কো-অপারেটিভ ব্যাংকের গ্রুপ ডির কাজ পাইয়ে দেওয়ার নাম করে অভিযুক্ত গোপাল মাইতি মোট ১৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। টাকা দেওয়ার পরও কোথাও কোন চাকরি তো হয়নি, উলটে বারবার টাকা চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে তাঁদের।

tmc 2

সাংবাদমধ্যমকে সোনালী পাঁজা জানান, ‘আমার যখন ডিভোর্স হয় তখন গোপালবাবুকে ডাকা হয় সালিশি করার জন্য। অনেকেই গোপাল মাইতিকে অনুরোধ করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তিনি রাজি হন। তবে গোপাবাবু জানান ডিভোর্স থেকে যে টাকা ওই মহিলা পাবেন তা তাঁকে দিয়ে দিতে হবে। পরে আমদের ফোন করে বলে তোমার মেয়ের কাজের জন্য আরও টাকা লাগবে।’

এই সব শুনেই বিচলিত হয়ে পরেন ওই পরিবার। এমনকি ওই মহিলার বাবা দিলীপ পাঁজাকে দিনরাত ফোর করা হয়। সোনালী জানান, ‘অনেক চেষ্টা করি, কিন্তু কেউ টাকা দিতে রাজি হয়নি। অবশেষে বিরাট টাকা সুদের বিনিময়ে টাকা দার করি। জমি জায়গা বিক্রী করে ১৬ লক্ষ টাকা দেওয়া হয়। আমাকে বলে হাইস্কুলে গ্রুপ ডি’র চাকরি হবে।’

তিনি আরও জানান, ‘ওই গ্রুপ ডি’র চাকরি হয়নি। গোপালবাবু বলেন তাঁর হাতে আরও ভালো চাকরি রয়েছে। কিন্তু আজ ৬ বছর হয়ে গেলেও আমার চাকরি আর হয়নি। টাকাও আর দেয়নি। বিধান সভার আগে আমাকে নিয়োগ পত্র দেখালেও আমার হাতে তা দেয়নি।’ কথা বলতে বলতেই সোনালীদেবী অঝোরে কেঁদে বলেন, ‘টাকা না পেলে মৃত্যু ছাড়া আমাদের আর কোনও রাস্তা নেই।’

Sudipto

সম্পর্কিত খবর