রোজা সেরে বাড়ি থেকে বেরোনোর পরই তৃণমূল নেতাকে বেধড়র মারধর! কাঠগড়ায় সিপিএম

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এই আবহেই একের পর এক বিশৃঙ্খলার খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এবার দক্ষিণ ২৪ পরগনা (Dakshin 24 Pargana) জেলার কুলতলিতে আক্রান্ত তৃণমূল যুব নেতা (TMC Leader)। বাড়ির কাছে নিজের পারাতেই বেধড়র মারধর করা হল কুন্দখালি গোদাবর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোহর মণ্ডলকে। কাঠগড়ায় সিপিএম (CPM) বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী কুলতুলি ব্লকের কীর্তনখোলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে গতকাল রোজা সেরে বাড়ি থেকে বাইরে বেরিয়ে কীর্তনখোলা মোড়ের দিকে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা মনোহর মণ্ডল। সেই সময়ই কয়েকজন তার ওপর চড়াও হন। মুহূর্তের মধ্যেই তার ওপর হামলা চালানো হয়। বেধড়র মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় স্থানীয় তৃণমূলকর্মীরা। সেই সময়ই চম্পট দেয় দুষ্কৃতীরা। তড়িঘড়ি আহত নেতাকে কুলতলি ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হামলার ঘটনায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের ওপর আঙ্গুল তুলেছে তৃণমূল কংগ্রেস।

এরপরেই কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল নেতা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে দোষীদের খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে ভোট পূর্বে হামলার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

tmc cpm

আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগ, “আমাকে সন্ধেবেলা বাড়ির মোড়ের কাছে আক্রমণ করে। কিছু বলতে গেলে আমাকে বেধড়ক মারধর করে। পরে আমাদের কর্মীরা সেখানে এলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এটা রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা, ভেবেছিল আমাকে সরাতে পারলে ওদের রাজনৈতিক লাভ হবে।”

তবে দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ সিপিএমের কুলতুলি ব্লক এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল। তার মতে, “তৃণমূল নেতার পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা ও মারামারি হয়েছে। সেই ঘটনার দায় সিপিএমের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। সিপিএম কর্মীদের উপর যাতে মামলা দেওয়ার ফন্দি করেই এসব করা হচ্ছে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর