৯৮ শতাংশ তৃণমূলের উপরে প্রশ্নচিহ্ন, মানুষ আমাদের খারাপ চোখে দেখছে! বিস্ফোরক অর্জুন সিং

বাংলা হান্ট ডেস্কঃ ‘মানুষ আমাদের খারাপ নজরে দেখে চলেছে। ট্রেনে আর বাসে যেতে অনেক রকম বিষয় নিয়ে শুনতে হচ্ছে। দুজন চুরি করার জন্য ৯৮% মানুষের ওপর প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে’, দুর্নীতি ইস্যুতে এবার অবশেষে মুখ খুললেন অর্জুন সিং (Arjun Singh)। সৌগত রায় (Sougata Roy), শোভন দেব চট্টোপাধ্যায় (Sovan deb Chatterjee) এবং মদন মিত্রদের (Madan Mitra) পর এবার এই তালিকায় যুক্ত হল অর্জুনের নাম। একই সঙ্গে অর্জুনের দাবি, “মানুষ আমাদের ওপর নজর রেখে চলেছে।”

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এক্ষেত্রে অতীতে ঘাসফুল শিবিরে থাকলেও পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন তিনি। যদিও সেই মোহ কাটতে বেশি সময় নেয় নি। পরবর্তীতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুনরায় একবার নিজের পুরনো দলে প্রত্যাবর্তন করেন তিনি আর এবার অবশেষে দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন অর্জুন।

সাম্প্রতিক সময়ে বাংলার বুকে একের পর এক দুর্নীতি ইস্যুতে কোণঠাসা শাসক দল। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি কয়লা এবং গরু পাচার মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলোর পাশাপাশি একাধিক মহল থেকে তৃণমূল কংগ্রেসের সমালোচনা শুরু হয়েছে। এদিন এই সকল ইস্যুতে মন্তব্য প্রকাশ করেন অর্জুন সিং।

তিনি বলেন, “মানুষ আমাদের খারাপ নজরে দেখে চলেছে। টাকার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, সেই কারণে আমাদের ভাবমূর্তি ক্রমশ নষ্ট হচ্ছে। দুজন চুরি করার জন্য ৯৮ শতাংশ মানুষের উপর প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অর্জুনের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অর্জুন আরো বলেন, “টাকার পাহাড় দেখানো হচ্ছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দুজন চুরি করার দলের সবাইকে চোর বলা হচ্ছে। ওই দুজনকে চিহ্নিত করা দরকার। মানুষ আমাদের ওপর খারাপ নজর রেখে চলেছে।”

Arjun Singh 4

তবে অর্জুন সিং এই প্রথম নন, এর আগেও একাধিক সময় দুর্নীতি ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে শোভন দেব চট্টোপাধ্যায় এবং সৌগত রায়ের মতো বর্ষীয়ান নেতাদেরও। সম্প্রতি শোভন দেববাবু বলেন, “মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, আদালত থেকে পরিষ্কার হয়ে আসলে তবেই দলে নেওয়া কথা বিবেচনা করা হবে।” একইসঙ্গে সৌগত রায় বলেন, “দলের কিছু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তা বলে সম্পূর্ণ দলকে চোর বলা হবে, তা সঠিক নয়।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর