সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছে পঞ্চায়েত সদস্যরা! এবার বোমা ফাটালেন খোদ TMC নেতা

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি জমি বেদখল নিয়ে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে শিরোনামে রয়েছে এই ইস্যু। সম্প্রতি জমি দখলের চেষ্টা এবং খুনের হুমকির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেতা দেবাশিস প্রামাণিক। ডাবগ্রাম-ফুলবাড়ির ব্লক TMC সভাপতি তিনি। এরপর থেকেই এই নিয়ে চর্চা চলছে। এই আবহে শোরগোল ফেলে দিল একটি ভাইরাল অডিও।

দেবাশিস গ্রেফতার হওয়ার পর থেকে জমি দখল, জমি কারবার নিয়ে ক্রমাগত চর্চা হচ্ছে। এবার তাতে নতুন মাত্রা যোগ করল একটি ভাইরাল অডিও। শোনা যাচ্ছে, এই ভাইরাল অডিও ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের TMC সদস্য (Panchayat Member) আইনুল হকের। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতটি (Fulbari Gram Panchayat) তৃণমূলের দখলে।

সম্প্রতি এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে আইনুলের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানে তিনি বলেন, এটা তাঁরই বক্তব্য। শোরগোল ফেলে দেওয়া এই অডিও ক্লিপে আইনুলকে বলতে শোনা যাচ্ছে, ‘সূঁচ হয়ে ঝাঝরের নিন্দা করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের অন্তত ২০ জন সদস্য সরকারি জমি দখল করে নিজেদের বাড়ি তৈরি করেছে’।

আরও পড়ুনঃ রচনা জিতলেও লকেট কী করে বেশি ভোট পেল! এবার হুগলির তিন নেতাকে ‘চরম শাস্তি’ দিল তৃণমূল

ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের TMC সদস্য আইনুলের দাবি, স্থানীয় তৃণমূল নেতারা রাজ্যের প্রত্যেকটি প্রকল্পের সুবিধা নেন, তবে নির্বাচনের সময় বিজেপির ঝুলিতে যায় তাঁদের ভোট। আইনুলের কথায়, শহরে থাকেন, জনগণের সঙ্গে যোগাযোগ নেই। সেই সব নেতাদের গ্রামে এসে হম্বিতম্বি করতে দেখা যায়। খারাপ লাগে, বলেন এই TMC নেতা।

Trinamool Congress TMC flag

আইনুল এদিন জোড়াপানি, মহানন্দা, সাহু নদীর চরে প্রচুর জমি বিক্রির ক্ষেত্রে শহরের নেতাদের একটি অংশকে নিশানা করেন। পাল্টা তাঁকেও আবার আক্রমণ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক আর এক দল নেতা। তাঁদের দাবি, যিনি একথা বলছেন, তাঁর নিজের বিরুদ্ধে বিঘা বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে। নিজের পিঠ বাঁচাতে এখন অন্যদের নিয়ে এই অডিও ক্লিপ আইনুল নিজে ভাইরাল করেছেন বলে অভিযোগ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর