সভায় গিয়ে বাজ পরে মৃত্যু তৃণমূল কর্মীর! পরিবারকে আর্থিক সাহায্য সরকারের, চোখে জল দেবাংশুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত ৩০ শে এপ্রিল বাঁকুড়ার (Bankura) ইন্দাসে তৃণমূলের রাজনৈতিক সভা ছিল। ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজন করেছিল এই সভার। কিন্তু হঠাৎই সেই সভায় বজ্রপাত হয়ে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর (Trinamool Congress leader)। ঘটনায় আহত হন বহু তৃণমূল কর্মী সমর্থক। এবার রাজনৈতিক সভায় বাজ পড়ে মৃত তৃণমূল কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিল রাজ্য সরকার।

সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃতের পরিবারকে তুলে দেওয়া হয়েছে আর্থিক সাহায্য। আজ একটি ফেসবুক পোস্টে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) এই কথা তুলে ধরেছেন। সেই দিনের ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

Indus

তিনি লিখেছেন, “ঘটনাস্থল থেকে আমরা যখন প্রায় ১৫ কিলোমিটার দূরে, তখন খবর এলো সভার স্থানেও ধীরে ধীরে ঘন মেঘ জমতে শুরু করেছে.. মিনিট পাঁচের পর খবর পেলাম সেখানেও বর্ষণ শুরু হয়ে গিয়েছে। এক-তৃতীয়াংশ লোক ততক্ষণে মাঠে এসে উপস্থিত; বর্ষণের দাপটে বেশিরভাগ মানুষকেই অনুরোধ করা হলো বাসে বা নির্দিষ্ট গাড়িতে বসে থাকতে।”

পাশাপাশি তিনি উল্লেখ করেন, “সভার উদ্দেশ্যে আসা শতশত বাসে তখন হাজার হাজার মানুষ প্রতিক্ষমান। এরই মাঝে মাঠে উপস্থিত হওয়া কিছু মানুষ আশ্রয় নিলেন বিভিন্ন গাছের নিচে। এরপর খবর পাই বজ্রপাত হয়েছে সেই গাছে। এর ফলে সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকা বহু মানুষ আহত হয়েছেন এবং আমাদের ছেড়ে চলে গিয়েছেন এক সহকর্মী।” এই ফেসবুক পোস্টে রীতিমতো আবেগতাড়িত হয়েছেন দেবাংশু।

Indus

আহত এক তৃণমূল কর্মীর বক্তব্য তুলে ধরে তিনি লিখেছেন,গাড়িতে যেতে যেতে সব কিছুর মাঝেই একটি কথা কানে বাজছে.. আহত হয়ে বিছানায় শয্যাসায়ী কর্মী দাদাটি আমার হাত ঝাপটে ধরে বললেন, “তোমার বক্তৃতা শুনতে আমরা সবাই গেছিলাম গো কাল! তুমি আমার বাড়ি এসেছো..দাদা, দিদির জন্য জান লড়িয়ে দেব আমরা। দাদা, আমরা বিধানসভায় গ্রাম থেকে লিড দিয়েছি, পঞ্চায়েতেও দেব..”

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X