আরজি কর কাণ্ডের প্রতিবাদ! বিজেপি নেতার মাইক কেড়ে নিলেন তৃণমূল নেতা, তারপর যা হল … তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বাংলার মানুষ। প্রায় রোজই রাজ্যের কোনও না কোনও প্রান্তে প্রতিবাদ সভা অথবা মিছিল হচ্ছে। নির্যাতিতার ন্যায়বিচার এবং অপরাধীদের শাস্তির দাবিতে আসরে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সম্প্রতি যেমন দত্তপুকুরে বিজেপির তরফ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিজেপি নেতার মাইক কেড়ে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগ উঠল এক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে।

বিজেপি নেতার মাইক কেড়ে নিয়ে কী বললেন তৃণমূল (Trinamool Congress) নেতা?

সম্প্রতি দত্তপুকুর স্টেশনের কাছে আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে বিজেপির তরফ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আচমকাই অনুগামীদের সঙ্গে নিয়ে সেই সভায় হাজির হন স্থানীয় তৃণমূল নেতা তথা আমডাঙার INTTUC সভাপতি গোপাল কাঞ্জিলাল ওরফে সৌমেন।

এরপর আচমকাই এক বিজেপি (BJP) নেতার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন গোপাল। শুধু তাই নয়, এক বিজেপি কর্মীকে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগও উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। পদ্ম শিবিরের ওই নেতা নিজের স্ত্রীকে অপমান করেন বলে দাবি করেন গোপাল। স্বভাবতই এই ঘটনায় বিব্রত হয়ে পড়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এরপর গোপালকে মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন তাঁরা। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। এরপরেও বক্তব্য রেখে যান গোপাল।

আরও পড়ুনঃ আরজি করে ‘অপরাধের জায়গা’ নিয়ে বিস্ফোরক CBI! সুপ্রিম কোর্টে কী জানাল? ফাঁস হতেই তোলপাড়

তৃণমূল নেতা হওয়ার পাশাপাশি গোপালের অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি কলকাতা পুলিশে (Kolkata Police) কর্মরত এসআই। জানা যাচ্ছে, এদিন কার্যত হুঁশিয়ারির সুরে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কথা বলেন তিনি। সেই সঙ্গেই বিজেপি নেতাকে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

Trinamool Congress leader Duttapukur

যদিও তৃণমূল (Trinamool Congress) নেতা গোপালের দাবি, বিজেপির ওই প্রতিবাদ সভায় পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছিল। সেই কারণে প্রতিবাদ করতে তিনি মঞ্চে ওঠেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এই ঘটনার ভিডিও।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর