‘নিজেরাই মেরেছে’, পহেলগাঁও হামলা-অপারেশন সিঁদুরকে ‘প্রহসন’ তকমা দিয়ে বিপাকে তৃণমূল নেতা! উঠল গ্রেফতারের দাবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান পরিস্থিতিতেও দেশের অভ্যন্তরে ভিন্ন সুর শোনা যাচ্ছে অনেক সময়। ভারত-পাক সংঘাতের আবহে কেন্দ্রের বিরোধিতাও করতে দেখা গিয়েছে অনেককে। শুরুটা হয়েছিল পহেলগাঁও হামলা থেকে। ২৬ জন নিরীহ মানুষের প্রাণের প্রতিশোধ নিতেই ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারত। এক অপারেশনেই ধূলিসাৎ হয়ে যায় একাধিক জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয় বহু জঙ্গির। এমতাবস্থায় প্রশ্ন উঠল বর্তমান পরিস্থিতি নিয়ে। হামলার বাস্তবতা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ শানাতে দেখা গেল নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান (Trinamool Congress) বিমান কৃষ্ণ সাহাকে।

ভারত-পাক পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ তৃণমূল (Trinamool Congress) নেতার

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বিমান কৃষ্ণ সাহাকে (Trinamool Congress) বলতে শোনা যাচ্ছে, “পৃথিবীতে অনেক ধরণের গেম হয়। সব গেমের নাম জানি না। নিজেরাই মেরেছে। ভারতবর্ষের মানুষকে দেখাতে হবে তো”। তাঁর কথায় এটা নাকি ‘প্রহসন’। তিনি বলেন, “পরিষ্কার, নির্দ্বিধায় বলছি, এটা প্রহসন”।

Trinamool Congress leader in controversy for commenting on current situation

কী বলেন ওই নেতা: সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তাঁকে আরো বলতে শোনা যায়, “রাম মন্দিরে কত লীলা করেছে। রাম মন্দিরে এখন আর কেউ যায় না। যত লীলাই করুক, জগন্নাথদেব এসে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ওরা কোনো ঠাকুর তুলেই পারছে না এখন।” এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘শ্রীকৃষ্ণ’ বলেও কটাক্ষ শানাতে দেখা গিয়েছে তাঁকে (Trinamool Congress)। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

আরো পড়ুন: আমেরিকার ‘সাহায্য’এই সংঘর্ষ বিরতি, যেচেপড়ে কৃতিত্ব নিলেন ট্রাম্প, পাকিস্তানের সমঝোতা লঙ্ঘন নিয়ে মুখে কুলুপ

উঠেছে গ্রেফতারির দাবি: ভিডিওটি শেয়ার করে তৃণমূল (Trinamool Congress) নেতাকে গ্রেফতারির দাবি উঠেছে। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দেশ বা কোনো সাম্প্রদায়িক ইস্যুতে উসকানিমূলক মন্তব্য করলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সম্প্রতি শিয়ালদহ স্টেশনেও একজনকে পাকিস্তানের জয়ধ্বনি করার অভিযোগে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। এমতাবস্থায় বিমান কৃষ্ণ সাহা কি ছাড় পেয়ে যাবেন? উঠেছে প্রশ্ন।

আরো পড়ুন : ভরা শিয়ালদহ স্টেশনে পাকিস্তানের নামে গলা ফাটিয়ে জয়ধ্বনি! ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিল ক্ষিপ্ত জনতা

প্রসঙ্গত, সম্প্রতি শিয়ালদহ স্টেশনে উত্তেজিত জনতার হাতে উত্তম মধ্যম খান এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি লাগাতার পাকিস্তানের (India-Pakistan) নামে জয়ধ্বনি করতে থাকেন। তিনি নাকি বলেন, বর্তমান পরিস্থিতি সবটাই ভারত তৈরি করেছে, পাকিস্তান কিছুই জানে না। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ওই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর নামে ‘মুর্দাবাদ’ বলছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও নাকি কটুক্তি করতে শোনা গিয়েছে তাকে। তারপরেই ক্ষিপ্ত জনতার হাতে গণধোলাই খেতে হয় তাকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X