বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) নাম লিখিয়েছেন জন বার্লা (John Barla)। সেই নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তার রেশ কিছুটা কমতেই ফের শিরোনামে উঠে এলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ। এবার এক বিজেপি (BJP) নেতার সঙ্গে ঘণ্টাখানেক ধরে ‘বৈঠকে’র সৌজন্যে। যদিও দুই পক্ষই বিষয়টিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেছেন।
কোন বিজেপি নেতার সঙ্গে দেখা করলেন জন (John Barla)?
উত্তরের হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন জন বার্লা। তিনি তৃণমূলে যোগ দেওয়ায় উত্তরবঙ্গে শাসকদলের শক্তিবৃদ্ধি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার সেই নেতাই মেটেলি সমতলে বিজেপির এক বড় নেতার সঙ্গে দেখা করলেন। গত সোমবার নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুরের সঙ্গে বিজেপির মণ্ডল সহ সভাপতি মেহবুব আলম ওরফে বুলবুলের বাড়ি যান তৃণমূল নেতা। এরপরেই উত্তরের রাজনীতিতে এই নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে।
জানা যাচ্ছে, সোমবার সকালে প্রায় এক ঘণ্টা ধরে বুলবুলের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেন জন। এই তথ্য সামনে আসতেই অনেকের প্রশ্ন, তাহলে কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) নাম লেখাবেন বুলবুল? যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন পদ্ম নেতা। তিনি বলেন, তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই। বুলবুলের দাবি, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। দীর্ঘদিন ‘জনদা’র সঙ্গে কাজ করেছেন। সেই সূত্রেই ‘জনদা’ তাঁর বাড়িতে ‘সৌজন্য সাক্ষাৎ’ করতে আসেন।
আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের দাবি মানল সরকার! একধাক্কায় ১১% হারে DA বৃদ্ধি, কবে থেকে মিলবে?
জনের গলাতেও শোনা গিয়েছে একই সুর। তিনি জানান, তাঁর হাত ধরেই মূলত বিজেপিতে যোগ দিয়েছিলেন বুলবুল। বর্তমানে তাঁদের রাজনৈতিক পরিচয় আলাদা। তবে পারস্পরিক সম্পর্কে কোনও প্রকার তিক্ততা আসেনি। সেই জন্যই সোমবার বুলবুলের বাড়িতে দেখা করতে যান।
জন-বুলবুলে দু’জনেরই দাবি, এই ‘সৌজন্য সাক্ষাতে’ রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। তাহলে কী নিয়ে চর্চা হল? সেটা এখনও জানা যায়নি। তবে সামনে এসেছে একটি উল্লেখযোগ্য তথ্য। বুলবুল নিজে বিজেপির অংশ হলেও গত পঞ্চায়েত ভোটে (Panchayat Elections) নির্দল প্রার্থী হয়ে লড়াই করেছিলেন তাঁর স্ত্রী সেলিনা বেগম। তিনি জয়ীও হয়েছিলেন।
উল্লেখ্য, রাজনীতির দুনিয়ায় দলবদল নতুন কোনও ব্যাপার নয়। কয়েকদিন আগেই যেমন ‘ফুল বদল’ করেছেন জন বার্লা (John Barla)। এবার তাঁর সঙ্গে বুলবুলের ‘সৌজন্য সাক্ষাতে’র পর বিজেপি নেতার দলবদলের জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন পদ্ম নেতা নিজে। ‘জনদা’র সঙ্গে দেখা করার বিষয়টি নেহাত ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই দাবি করেছেন তিনি।