সুন্দরবন বা কোচবিহারে পাঠানোর হুমকি! ‘ব্যাগ গুছিয়ে রাখুন’! কাকে নিশানা কুণাল ঘোষের?

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের উপর হামলার অভিযোগে আয়োজিত প্রতিবাদ সভা। সেখান থেকেই এবার ঝাঁঝালো আক্রমণ কুণাল ঘোষের (Kunal Ghosh)। ‘ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবন বা কোচবিহারে পাঠাব’, প্রকাশ্য মঞ্চ থেকেই কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক।

  • কাকে নিশানা করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)?

বৃহস্পতিবার পুলিশের একাংশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। মমতা সাফ জানান, ‘পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা সহ্য করব না’। এবার হুঁশিয়ারি দিলেন কুণাল।

শুক্রবার নন্দীগ্রামে আয়োজিত প্রতিবাদ সভা থেকেই পুলিশের একাংশের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতা। কুণাল (Kunal Ghosh) বলেন, ‘সিপিএম কিংবা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশে রয়েছেন, তাঁদের চিহ্নিত করুন। সুযোগ পেলেই এরা সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাত করছে। ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন। ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবন বা কোচবিহারে পাঠাব। সুন্দরবনের বাঘ পাহারা দিতে তৈরি থাকুন’।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! শুক্রবার থেকেই অ্যাকাউন্টে ঢুকবে এই প্রকল্পের টাকা! বড় ঘোষণা মমতার

এদিকে গতকাল নবান্ন সভাঘরে আয়োজিত বৈঠকে পুলিশের একাংশের ‘টাকা খাওয়া’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘পুলিশের কিছু লোক টাকা খেয়ে কয়লা, বালি, সিমেন্ট চুরিতে সাহায্য করছে। আর চুরি হলে বলবে তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করছে। পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা সহ্য করব না’। যদি কোনও রাজনৈতিক দলের লোক টাকা খায়, তাহলে তাঁরও ‘কলার চেপে ধরা’র নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Kunal Ghosh Trinamool Congress

তাৎপর্যপূর্ণভাবে মমতা কড়া মন্তব্য করার ঠিক পরের দিনই আসানসোলের বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং অপেশাদার মনোভাবের অভিযোগ আনা হয়েছে বলে খবর। এসবের মাঝেই এবার হুঁশিয়ারি দিলেন কুণাল (Kunal Ghosh)। পুলিশের একাংশকে বাক্সপ্যাঁটরা গুছিয়ে বদলির জন্য তৈরির থাকার কথা বললেন তৃণমূল নেতা।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর