বড় ‘পুরস্কার’! এবার তৃণমূলের ‘এই’ পদে কুণাল ঘোষ! ফাঁস হতেই তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের ‘পুরনো সৈনিক’দের মধ্যে একজন তিনি। দীর্ঘদিন ধরে দলের অংশ। এবার সেই কুণাল ঘোষকেই (Kunal Ghosh) বড় ‘পুরস্কার’ দিল জোড়াফুল শিবির। ৬ আসনের বিধানসভা উপনির্বাচনের আগেই সামনে এল বড় খবর! যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করে নয়, বরং সবটাই হয়েছে নিঃশব্দে।

  • তৃণমূলের ‘এই’ পদে আসীন কুণাল (Kunal Ghosh)!

লোকসভা নির্বাচনের আবহে রাতারাতি দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণালকে সরিয়ে দিয়েছিল তৃণমূল (Trinamool Congress)। ভোটের মুখে দলবদল করা বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করে পদ খুইয়েছিলেন তিনি। এবার বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে জানা গেল, সেই পদ ফিরে পেয়েছেন তৃণমূল নেতা।

আনুষ্ঠানিক কোনও ঘোষণা নয়, বরং নিঃশব্দে নিজের হারানো পদ ফিরে পেলেন কুণাল। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে, কুণালের নামের নীচে লেখা রয়েছে ‘জেনারেল সেক্রেটারি’। এখান থেকেই পরিষ্কার, ফের সাধারণ সম্পাদকের পদ ফিরে পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ একতরফাভাবে ক্ষমতার অপব্যবহার…! মামলা হতেই তোলপাড় করা নির্দেশ হাইকোর্টের

এদিকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরে গেলেও নানান ইস্যুতে দলের হয়ে বক্তব্য রেখেছেন কুণাল। যদিও আনুষ্ঠানিকভাবে কুণালকে মুখপাত্রের পদ ফিরিয়ে দেওয়া নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। এবার দেখা গেল, কার্যত নিঃশব্দে সাধারণ সম্পাদক (General Secretary) পদ ফিরিয়ে দেওয়া হল তাঁকে।

Kunal Ghosh

উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনের আবহে একটি অনুষ্ঠানে তাপস রায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন কুণাল (Kunal Ghosh)। সেখানে পদ্ম প্রার্থীর তারিফ শোনা গিয়েছিল তৃণমূল নেতার মুখে। এরপরেই সাধারণ সম্পাদকের পদ হারান তিনি। ডেরেক ও’ব্রায়েনের মাধ্যমে জোড়াফুল শিবির বিবৃতি জারি করে জানিয়েছিল, ‘কুণাল ঘোষ সম্প্রতি এমন বেশ কিছু মন্তব্য করছিলেন যা দলের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উনি যা বলেছেন, তা সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত অভিমত। এর সঙ্গে দলের ভাবনার কোনও সম্পর্ক নেই’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর