বাংলা হান্ট ডেস্কঃ টলিপাড়ার জনপ্রিয় নায়িকা শুধু নন, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) প্রাক্তন সাংসদও। উনিশের লোকসভা ভোটে যাদবপুরে জোড়াফুল ফুটিয়েছিলেন তিনি। যদিও গত লোকসভা নির্বাচনের আগে রাজনীতি থেকে সরে দাঁড়ান। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত ‘রক্তবীজ’ নায়িকা। এদিন তাঁরই একটি ছবি শেয়ার করলেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এরপরেই মাথাচাড়া দিয়েছে মিমির রাজনীতিতে ফেরার জল্পনা।
হঠাৎ মিমির ছবি শেয়ার করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)!
কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই তৃণমূলে নাম লিখিয়েছিলেন মিমি। জোড়াফুল শিবিরের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ীও হন। তবে চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এবার আচমকাই প্রাক্তন তৃণমূল সাংসদের ফিনল্যান্ড ভ্রমণের একটি ছবি শেয়ার করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ছবিতে দেখা যাচ্ছে, কাপ হাতে তৃপ্তিতে চোখ বুজে রয়েছেন নায়িকা।
মিমির এই ছবি শেয়ার করে কুণাল (Kunal Ghosh) ক্যাপশনে লিখেছেন, ‘একে মিমিকে পর্দায় আমার দারুণ লাগে; তার ওপর আমি চা-ভক্ত। তাই ফিনল্যান্ড ভ্রমণে মিমির এই চা-তৃপ্তির ছবিটি দেখে মুগ্ধ। ভারী শক্তিশালী অভিনেত্রী। ‘যোদ্ধা’র রাজকুমারী র সাজসজ্জার থেকে ‘বোঝে না সে বোঝে না’র সাধারণ লুকটিই যেন অসাধারণ। ‘রক্তবীজ’এ সংযুক্তা করেছে ফাটিয়ে। এর মধ্যে দেখলাম ‘আমারো পরাণ যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীতটি চমৎকার গেয়েছে। যদিও প্রাক্তন সাংসদ তারকার সঙ্গে আমার আলাপ নেই, তবু, রবিবাসরীয় সকালে পর্দার প্রিয় মুখটির চা-তৃপ্তির ছবিটি পোস্ট করলাম’।
আরও পড়ুনঃ ‘যাদবপুর দখল করতে ১ মিনিট লাগবে’! চরম হুঁশিয়ারি অরূপ-সায়নীদের
এদিন কুণাল এই পোস্ট করতেই মাথাচাড়া দিয়েছে একগুচ্ছ প্রশ্ন। তাহলে কি ফের রাজনীতির ময়দানে ফিরছেন অভিনেত্রী? অনেকের মনেই দেখা দিয়েছে এই প্রশ্ন। একজন যেমন কমেন্ট করেছেন, ‘দিদি মনে হয় প্রার্থী খুঁজে পাচ্ছে না, সেই কারণে প্রাক্তন সাংসদকে আবার মনে হয় বিধানসভায় দাঁড় করাতে চায়। তাই দিদির নির্দেশে তুমি মিমির পা চাটতে শুরু করেছ’।
আরেকজনের আবার খোঁচা, ‘ক্রাশ খেলেন নাকি?’ একজন নেটিজেনের মন্তব্য, ‘দাদা একটু দুর্বলতা প্রকাশ পাচ্ছে মনে হয়’। একজন ব্যক্তি তো আবার সরাসরি জিজ্ঞেস করেছেন, ‘প্রেমে পড়লেন নাকি?’ একের পর এক নেটিজেনরা কমেন্ট করলেও তৃণমূল (Trinamool Congress) নেতার পোস্টে যাদবপুরের প্রাক্তন সাংসদ এখনও অবধি কোনও প্রতিক্রিয়া দেননি।
উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটের আগেই তৃণমূলের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন মিমি। এখন অভিনয় নিয়েই ব্যস্ত। সময় পেলে মাঝেমধ্যে ঘুরতে বেরিয়ে পড়েন। এই আবহে আচমকাই তাঁর ফিনল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কেবলই নায়িকার চা-তৃপ্তিতে মজেছেন নাকি এর নেপথ্যে রয়েছে ‘অন্য’ কোনও কারণ? শুরু হয়েছে জল্পনা।