‘শুদ্ধিকরণের নামে যাঁদের পদ দিচ্ছেন তাঁদের ৯০ শতাংশই দুর্নীতিগ্রস্থ’, অভিষেককে নিশানা TMC নেতার

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি শুরু করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ মঙ্গলবার কোচবিহারের দিনহাটা থেকে তিনি ওই কর্মসূচি শুরু কর। ঠিক তার আগের দিনই আলিপুরদুয়ারের (Alipurduar) তৃণমূল নেতা জহর মজুমদার (Jahar Majumdar) চাঞ্চল্যকর মন্তব্য করলেন অভিষেকের বিরুদ্ধে। জহরবাবুর অভিযোগ, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যাঁদের শুদ্ধিকরণের নামে দলের পদে বসিয়েছেন, তাঁরা ৯০ শতাংশ দুর্নীতিগ্রস্ত । তাঁদের পদ থেকে না সরালে দলের শুদ্ধিকরণ সম্ভব নয়।’

মঙ্গলবার কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শুরু হচ্ছে। সেই কর্মসূচিতেও তিনি যোগ দেবেন না বলে জানান বর্ষীয়ান ওই নেতা। আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের অবস্থান সম্পর্কে বার্তা দিলেন বলেও দাবি করেন।

abhishek banerjee

তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা একসময়ের রাজ্য সহ-সভাপতি জহর মজুমদার সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে, দলের নেতাদের নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন দলের নব্বই শতাংশ নেতাই দুর্নীতিগ্রস্ত। সাধারণ মানুষের টাকা নয় ছয় করেছে।

জহরবাবু আরও বলেন, এই অবস্থায় দলকে কোনভাবেই উদ্ধার করা সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের পরিবর্তনের কথা বলেছেন,অবিলম্বে এই দুর্নীতিগ্রস্থদের দল থেকে না সরালে তা কোনও দিন সম্ভব হবে না বলেই মনে করেন তিনি।

এদিন তিনি বলেন, ‘যাঁরা প্রধান, তাঁরা তিনতলা বাড়ি করে ফেলল কীভাবে। ভুয়ো জব কার্ডে ভরে গিয়েছে। ভুয়ো কার্ড দিয়ে টাকা তোলা হয়েছে। দলের শুদ্ধিকরণের নামে যাঁদের পদে বসানো হয়েছে, তাঁরাই দুর্নীতিগ্রস্ত।’ নির্বাচনে টিকিট না পেয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করেন যাঁরা, ভয়ে তাঁদেরকেই মনোনয়ন দেওয়া হয় বলে মন্তব্য করেন ওই নেতা। তিনি আরও বলেন, দলের যা পরিস্থিতি, তাতে তারা বাঁচতে পারবে না, উঠেও দাঁড়াতে পারবে না।


Sudipto

সম্পর্কিত খবর